কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার আসামি লিটন মিয়া (৪৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
লিটন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দায়িত্ব পালন করার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২২ সালের ২৮ জুন গ্রাম্য সালিসকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে বাবলু মৃত্যু বরণ করেন। পরে থানায় দায়ের করা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে ৬ নম্বর আসামি করা হয়। ২০ মাস পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘তার (লিটন) বিরুদ্ধে হত্যা ও চেক ডিজনারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবগত। এরপরও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হয় না, তা আমার বোধগম্য নয়।’
এদিকে ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছেন। আবেদনপত্রটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২২ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে