কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি।
জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা।
আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা।
এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি।
জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা।
আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা।
এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে