কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অনার্স-মাস্টার্স পান অসহায় বেকার প্রতিবন্ধী আনিছুর রহমানকে একটি কম্পিউটার দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী আনিছুর রহমান কর্মসংস্থানের জন্য লেখালেখি করে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির।
আনিছের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায় সম্পদ নেই তাঁর পরিবারের। বাবা ছিদ্দিক হোসাইন পেশায় ঝালমুড়ি বিক্রেতা। বাবার আয় এবং প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের সহায়তায় লেখাপড়া করে এত দূর এগিয়েছেন আনিছুর ও তাঁর বোন আমেনা।
২০১৮ সালে মাস্টার্স পাশ করার পর থেকেই আনিছুর চাকরির জন্য চেষ্টা করতে থাকেন। ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিতে থাকেন। কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছিল না।
আনিছ জানান, বাবার ঝালমুড়ি বিক্রির টাকায় তিনবেলা কোনো রকমে খাওয়াই হয় না। তার ওপর দুই ভাই বোনের লেখাপড়া। বিভিন্নজনের কাছ থেকে সহায়তা পেয়ে তারা পড়ালেখা চালিয়ে গেছেন। এক বেলা করে খেয়েও দিনের পর দিন পার করেছেন। একটি চাকরির জন্য সমাজের নানা পেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কারও কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের অসহায়ত্বের কথাও জানিয়েছেন তিনি। অবশেষে চাকরি নামক সোনার হরিণের দেখা পেয়েছেন তিনি।
তাঁর ফেসবুক স্ট্যাটাসটি নজরে আসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জার। তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপারকে ফোন করে আনিছুরের জন্য কিছু করার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে পুনাক সভানেত্রীর সঙ্গে কথা হয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের। তিনি আনিছুরকে একটি চাকরির ব্যবস্থা করার জন্য পরিবহন সমিতির এই নেতাকে বললে তিনি রাজি হন।
পরে পুলিশ সুপার আনিছুরকে ডেকে আনেন তার কার্যালয়ে। কম্পিউটারে পারদর্শী আনিছুরকে পরিবহন সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি দিতে রাজি হন পরিবহন সমিতির আহ্বায়ক শাহীন।
মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে আনিছুরকে একটি কম্পিউটার উপহার ও সড়ক পরিবহন সমিতির কম্পিউটার অপারেটর পদে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।

কিশোরগঞ্জে অনার্স-মাস্টার্স পান অসহায় বেকার প্রতিবন্ধী আনিছুর রহমানকে একটি কম্পিউটার দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী আনিছুর রহমান কর্মসংস্থানের জন্য লেখালেখি করে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির।
আনিছের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায় সম্পদ নেই তাঁর পরিবারের। বাবা ছিদ্দিক হোসাইন পেশায় ঝালমুড়ি বিক্রেতা। বাবার আয় এবং প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের সহায়তায় লেখাপড়া করে এত দূর এগিয়েছেন আনিছুর ও তাঁর বোন আমেনা।
২০১৮ সালে মাস্টার্স পাশ করার পর থেকেই আনিছুর চাকরির জন্য চেষ্টা করতে থাকেন। ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিতে থাকেন। কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছিল না।
আনিছ জানান, বাবার ঝালমুড়ি বিক্রির টাকায় তিনবেলা কোনো রকমে খাওয়াই হয় না। তার ওপর দুই ভাই বোনের লেখাপড়া। বিভিন্নজনের কাছ থেকে সহায়তা পেয়ে তারা পড়ালেখা চালিয়ে গেছেন। এক বেলা করে খেয়েও দিনের পর দিন পার করেছেন। একটি চাকরির জন্য সমাজের নানা পেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কারও কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের অসহায়ত্বের কথাও জানিয়েছেন তিনি। অবশেষে চাকরি নামক সোনার হরিণের দেখা পেয়েছেন তিনি।
তাঁর ফেসবুক স্ট্যাটাসটি নজরে আসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জার। তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপারকে ফোন করে আনিছুরের জন্য কিছু করার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে পুনাক সভানেত্রীর সঙ্গে কথা হয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের। তিনি আনিছুরকে একটি চাকরির ব্যবস্থা করার জন্য পরিবহন সমিতির এই নেতাকে বললে তিনি রাজি হন।
পরে পুলিশ সুপার আনিছুরকে ডেকে আনেন তার কার্যালয়ে। কম্পিউটারে পারদর্শী আনিছুরকে পরিবহন সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি দিতে রাজি হন পরিবহন সমিতির আহ্বায়ক শাহীন।
মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে আনিছুরকে একটি কম্পিউটার উপহার ও সড়ক পরিবহন সমিতির কম্পিউটার অপারেটর পদে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে