Ajker Patrika

কোটচাঁদপুরে ট্রেন থেকে মালিকবিহীন দেড় কেজি কোকেন উদ্ধার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
কোটচাঁদপুরে ট্রেন থেকে উদ্ধার মালিকবিহীন কোকেন। ছবি: সংগৃহীত
কোটচাঁদপুরে ট্রেন থেকে উদ্ধার মালিকবিহীন কোকেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ ট্রেন থেকে প্রায় দেড় কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর স্টেশন থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে তল্লাশি চালিয়ে এই কোকেন উদ্ধার করে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে মাদকদ্রব্য যাচ্ছে, এমন খবরে অভিযান চালানো হয়। স্টেশনে ট্রেনটি আসার পর ‘ঙ’ নম্বর বগিতে এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

এ বিষয়ে যশোর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মনিতোষ কুমার বলেন, মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে মামলা হয় না। এ ক্ষেত্রে শুধু মাদকদ্রব্য উদ্ধার দেখানো হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ট্রেন থেকে মাদক উদ্ধার করা হলে রেলওয়ে থানায় মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত