খুলনা প্রতিনিধি

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান।
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট।
২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।
চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম।
উৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান।
মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে।
উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান।
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট।
২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।
চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম।
উৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান।
মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে।
উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে