খুলনা প্রতিনিধি

খুলনায় শিশু অঙ্কিতা দে হত্যা মামলায় আদালত আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি প্রীতম রুদ্র আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্র নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে নগরীর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের কন্যা অঙ্কিতা দে নিখোঁজ হয়। সে স্থানীয় সরকারি বীণাপাণি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে অঙ্কিতার বাবা সুশান্ত দে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।
এ ঘটনায় পুলিশ ওই এলাকার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী রিক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর পাবলা বণিকপাড়ার একটি বাড়ির নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ওই ভবনের মালিকের ছেলে প্রীতম রুদ্রকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে প্রীতম রুদ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১০ এপ্রিল প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক এবং পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।
রায় ঘোষণার পর নিহত অঙ্কিতা দের বাবা সুশান্ত দে সংক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব।’
বাদীকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে হাইকোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।

খুলনায় শিশু অঙ্কিতা দে হত্যা মামলায় আদালত আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি প্রীতম রুদ্র আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্র নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে নগরীর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের কন্যা অঙ্কিতা দে নিখোঁজ হয়। সে স্থানীয় সরকারি বীণাপাণি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে অঙ্কিতার বাবা সুশান্ত দে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।
এ ঘটনায় পুলিশ ওই এলাকার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী রিক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর পাবলা বণিকপাড়ার একটি বাড়ির নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ওই ভবনের মালিকের ছেলে প্রীতম রুদ্রকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে প্রীতম রুদ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১০ এপ্রিল প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক এবং পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।
রায় ঘোষণার পর নিহত অঙ্কিতা দের বাবা সুশান্ত দে সংক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব।’
বাদীকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে হাইকোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে