মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুতায়িত ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে স্ত্রী-সন্তানসহ আহত হয়েছেন আরও চারজন। আহতেরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা নাম কিংকং মোল্লা (৬২)। আহতেরা হলেন—নিহতের ছেলে সোহান (২২), মেয়ে হনুফা বেগম (৩০), স্ত্রী সাহেদা বেগম (৫৮) ও প্রতিবেশী মো. ফিরোজ (৪৭)।
আহত প্রতিবেশী মো. ফিরোজ আজকের পত্রিকাকে জানান, কিংকং মোল্লার ঘর থেকে আরেকটি ঘরে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। ওই ঘর ও রান্নাঘরের সঙ্গে একটি লোহার তার টাঙানো হয়েছে কাপড় শুকানোর জন্য। পাশের ঘরে বিদ্যুৎ সরবরাহের তারটি ছিদ্র হয়ে টিনের চাল বিদ্যুতায়িত হয়। ওই চালের সঙ্গে কাপড় শুকানোর তার লেগে থাকায় সেটিও বিদ্যুতায়িত হয়। বিদ্যুতের তার ছিদ্রের বিষয়টি কেউ বুঝতে পারেনি।
এ দিকে কিংকং মোল্লা ও তাঁর ছেলে নিজেদের খাবার হোটেল বন্ধ করে রাতে বাড়ি ফেরে। এরপর সোহান গোসল করে উঠানে টাঙানো তারে গামছা ছড়িয়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করে। এ সময় কিংকং মোল্লা দৌড়ে গিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেন। এতে ছেলে প্রাণে বেঁচে গেলেও তারের এক মাথা (রান্না ঘরের অংশ) ছিঁড়ে তাঁর গায়ে পেঁচিয়ে যায়। তখন কিংকং মোল্লার স্ত্রী ও মেয়ে চিৎকার করাসহ উদ্ধারের চেষ্টা করে। এতে তাঁরাও আহত হন।
পরে তিনি (প্রতিবেশী ফিরোজ) তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হন। এরপর স্থানীয়রা ওই ঘরে ঢুকে মেইন সুইচ বন্ধ করে দেন। ততক্ষণে কিংকং মোল্লার মৃত্যু হয়। নিহত কিংকং মোল্লাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুতায়িত ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে স্ত্রী-সন্তানসহ আহত হয়েছেন আরও চারজন। আহতেরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা নাম কিংকং মোল্লা (৬২)। আহতেরা হলেন—নিহতের ছেলে সোহান (২২), মেয়ে হনুফা বেগম (৩০), স্ত্রী সাহেদা বেগম (৫৮) ও প্রতিবেশী মো. ফিরোজ (৪৭)।
আহত প্রতিবেশী মো. ফিরোজ আজকের পত্রিকাকে জানান, কিংকং মোল্লার ঘর থেকে আরেকটি ঘরে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। ওই ঘর ও রান্নাঘরের সঙ্গে একটি লোহার তার টাঙানো হয়েছে কাপড় শুকানোর জন্য। পাশের ঘরে বিদ্যুৎ সরবরাহের তারটি ছিদ্র হয়ে টিনের চাল বিদ্যুতায়িত হয়। ওই চালের সঙ্গে কাপড় শুকানোর তার লেগে থাকায় সেটিও বিদ্যুতায়িত হয়। বিদ্যুতের তার ছিদ্রের বিষয়টি কেউ বুঝতে পারেনি।
এ দিকে কিংকং মোল্লা ও তাঁর ছেলে নিজেদের খাবার হোটেল বন্ধ করে রাতে বাড়ি ফেরে। এরপর সোহান গোসল করে উঠানে টাঙানো তারে গামছা ছড়িয়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করে। এ সময় কিংকং মোল্লা দৌড়ে গিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেন। এতে ছেলে প্রাণে বেঁচে গেলেও তারের এক মাথা (রান্না ঘরের অংশ) ছিঁড়ে তাঁর গায়ে পেঁচিয়ে যায়। তখন কিংকং মোল্লার স্ত্রী ও মেয়ে চিৎকার করাসহ উদ্ধারের চেষ্টা করে। এতে তাঁরাও আহত হন।
পরে তিনি (প্রতিবেশী ফিরোজ) তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হন। এরপর স্থানীয়রা ওই ঘরে ঢুকে মেইন সুইচ বন্ধ করে দেন। ততক্ষণে কিংকং মোল্লার মৃত্যু হয়। নিহত কিংকং মোল্লাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
৩৭ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
৪০ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
১ ঘণ্টা আগে