মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আজ রোববার ভোর থেকেই থেমে থেমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে কাজের সন্ধানে বের হয়ে অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।
আবহাওয়া অফিস বলছে, রোববার জেলায় তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তারপরও রয়েছে শীতের তীব্রতা। আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আবারও শৈত্যপ্রবাহে হতে পারে।
মল্লিকপাড়ার রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, ভোরে রিকশা নিয়ে বের হব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বের হতে পারিনি। বৃষ্টি থামলে বের হয়েছি। তারপরও মাঝে মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে প্রতিদিন যে টাকা আয় করি তা হচ্ছে না।’
জেলার চাঁদবিল গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, বৃষ্টির কারণে বোরো আবাদে উপকার হবে। চারা প্রস্তুত। এখন জমিতে অল্প সেচ দিয়ে চারা রোপণে করতে পারব। কিন্তু এমন আবহাওয়া বেশি দিন থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
শহরের চক্রপাড়ার দিনমজুর মঞ্জত আলী বলেন, সকালে বৃষ্টির মধ্যেই কাজের সন্ধানে বের হয়েছিলাম। কিন্তু কাজ না পেয়ে ফিরে আসতে হয়েছে।
মঞ্জত আলী জানান, তাঁর মতো অনেককেই বৃষ্টির কারণে কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছে। এমন আবহাওয়া চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে তাঁদের হিমশিম খেতে হবে।

মেহেরপুরে আজ রোববার ভোর থেকেই থেমে থেমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে কাজের সন্ধানে বের হয়ে অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।
আবহাওয়া অফিস বলছে, রোববার জেলায় তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তারপরও রয়েছে শীতের তীব্রতা। আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আবারও শৈত্যপ্রবাহে হতে পারে।
মল্লিকপাড়ার রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, ভোরে রিকশা নিয়ে বের হব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বের হতে পারিনি। বৃষ্টি থামলে বের হয়েছি। তারপরও মাঝে মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে প্রতিদিন যে টাকা আয় করি তা হচ্ছে না।’
জেলার চাঁদবিল গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, বৃষ্টির কারণে বোরো আবাদে উপকার হবে। চারা প্রস্তুত। এখন জমিতে অল্প সেচ দিয়ে চারা রোপণে করতে পারব। কিন্তু এমন আবহাওয়া বেশি দিন থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
শহরের চক্রপাড়ার দিনমজুর মঞ্জত আলী বলেন, সকালে বৃষ্টির মধ্যেই কাজের সন্ধানে বের হয়েছিলাম। কিন্তু কাজ না পেয়ে ফিরে আসতে হয়েছে।
মঞ্জত আলী জানান, তাঁর মতো অনেককেই বৃষ্টির কারণে কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছে। এমন আবহাওয়া চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে তাঁদের হিমশিম খেতে হবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১৪ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১৬ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে