মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আজ রোববার ভোর থেকেই থেমে থেমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে কাজের সন্ধানে বের হয়ে অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।
আবহাওয়া অফিস বলছে, রোববার জেলায় তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তারপরও রয়েছে শীতের তীব্রতা। আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আবারও শৈত্যপ্রবাহে হতে পারে।
মল্লিকপাড়ার রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, ভোরে রিকশা নিয়ে বের হব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বের হতে পারিনি। বৃষ্টি থামলে বের হয়েছি। তারপরও মাঝে মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে প্রতিদিন যে টাকা আয় করি তা হচ্ছে না।’
জেলার চাঁদবিল গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, বৃষ্টির কারণে বোরো আবাদে উপকার হবে। চারা প্রস্তুত। এখন জমিতে অল্প সেচ দিয়ে চারা রোপণে করতে পারব। কিন্তু এমন আবহাওয়া বেশি দিন থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
শহরের চক্রপাড়ার দিনমজুর মঞ্জত আলী বলেন, সকালে বৃষ্টির মধ্যেই কাজের সন্ধানে বের হয়েছিলাম। কিন্তু কাজ না পেয়ে ফিরে আসতে হয়েছে।
মঞ্জত আলী জানান, তাঁর মতো অনেককেই বৃষ্টির কারণে কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছে। এমন আবহাওয়া চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে তাঁদের হিমশিম খেতে হবে।

মেহেরপুরে আজ রোববার ভোর থেকেই থেমে থেমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে কাজের সন্ধানে বের হয়ে অনেকেই কাজ না পেয়ে ফিরে গেছেন।
আবহাওয়া অফিস বলছে, রোববার জেলায় তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তারপরও রয়েছে শীতের তীব্রতা। আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আবারও শৈত্যপ্রবাহে হতে পারে।
মল্লিকপাড়ার রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, ভোরে রিকশা নিয়ে বের হব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বের হতে পারিনি। বৃষ্টি থামলে বের হয়েছি। তারপরও মাঝে মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে প্রতিদিন যে টাকা আয় করি তা হচ্ছে না।’
জেলার চাঁদবিল গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, বৃষ্টির কারণে বোরো আবাদে উপকার হবে। চারা প্রস্তুত। এখন জমিতে অল্প সেচ দিয়ে চারা রোপণে করতে পারব। কিন্তু এমন আবহাওয়া বেশি দিন থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
শহরের চক্রপাড়ার দিনমজুর মঞ্জত আলী বলেন, সকালে বৃষ্টির মধ্যেই কাজের সন্ধানে বের হয়েছিলাম। কিন্তু কাজ না পেয়ে ফিরে আসতে হয়েছে।
মঞ্জত আলী জানান, তাঁর মতো অনেককেই বৃষ্টির কারণে কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছে। এমন আবহাওয়া চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে তাঁদের হিমশিম খেতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে