Ajker Patrika

লাকীসহ সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি 
ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মেইন গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

এ সময় লাকী আক্তারসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইবি শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘লতে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগীরা মিছিল করে, ইন্টেরিম কী করে’, ‘লাকী ধর বস্তায় ভর, নয়াদিল্লি পাচার কর’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইন্টেরিমের কাছে প্রশ্ন রাখতে চাই, লাকীর মতো ফ্যাসিবাদী হাসিনার দোসর কীভাবে এখনো মুক্ত বাতাসে ঘোরাফেরা করছেন। এই লাকী ও তাঁর দোসররা ২০১৩ সালে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিলেন।’

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আজ যাঁরা পুলিশের ওপর হামলা করেছেন, তাঁদেরসহ লাকী আক্তারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। লাকী আক্তারদের বিচার এই বাংলাদেশে অবশ্যই করতে হবে। তিনি যেন হাসিনার মতো কোনোভাবেই ভারতে পালাতে না পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত