খুলনা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে নগরীর বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতার ব্যানারে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের পর খুলনা সরকারি বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সিটি কলেজ, খুলনা মহিলা কলেজসহ অন্তত এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের খুলনা মহানগর সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সময় নির্ধারণ থাকলেও কোথাও কোথাও তা ১টার পরও চলে। তিনি আরও জানান, আগামী রোববার (৬ জুলাই) থেকে খুলনার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষিত থাকলেও ওই দিন পবিত্র আশুরার ছুটি থাকায় কর্মসূচি পেছানো হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৫ জুন) থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে নগরীর গ্লাক্সোর মোড়ের কেএমপি সদর দপ্তর ঘেরাও করেন ছাত্র-জনতা। এভাবে কয়েক দিন কর্মসূচি পালন শেষে মঙ্গলবার (১ জুন) বিকেলে রূপসা সেতুর টোল প্লাজা দেড় ঘণ্টা ব্লকেড করা হয়। সেদিন ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ এ বিক্ষোভ হয়।
আন্দোলনের সূত্রপাত ঘটে কেএমপির এসআই সুকান্তকে ছাত্র-জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে। পরে অবশ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এসআই সুকান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।
এ আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা কেএমপি কমিশনারবিরোধী কর্মসূচির সঙ্গে একমত নয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে নগরীর বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতার ব্যানারে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের পর খুলনা সরকারি বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সিটি কলেজ, খুলনা মহিলা কলেজসহ অন্তত এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের খুলনা মহানগর সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সময় নির্ধারণ থাকলেও কোথাও কোথাও তা ১টার পরও চলে। তিনি আরও জানান, আগামী রোববার (৬ জুলাই) থেকে খুলনার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষিত থাকলেও ওই দিন পবিত্র আশুরার ছুটি থাকায় কর্মসূচি পেছানো হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৫ জুন) থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে নগরীর গ্লাক্সোর মোড়ের কেএমপি সদর দপ্তর ঘেরাও করেন ছাত্র-জনতা। এভাবে কয়েক দিন কর্মসূচি পালন শেষে মঙ্গলবার (১ জুন) বিকেলে রূপসা সেতুর টোল প্লাজা দেড় ঘণ্টা ব্লকেড করা হয়। সেদিন ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ এ বিক্ষোভ হয়।
আন্দোলনের সূত্রপাত ঘটে কেএমপির এসআই সুকান্তকে ছাত্র-জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে। পরে অবশ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এসআই সুকান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।
এ আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা কেএমপি কমিশনারবিরোধী কর্মসূচির সঙ্গে একমত নয়।
‘সমঝোতা, নাকি মরতে চান’—মোটাদাগে এই প্রস্তাবের আশঙ্কায় এখন দিন গোনেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা। ফোনে বা সরাসরি লোক পাঠিয়ে তাঁদের এই প্রস্তাব দিচ্ছে একদল সন্ত্রাসী। কেউ ভয় পেয়ে সমঝোতা করছেন, কেউ সাড়া না দিয়ে চুপ থাকছেন। তাঁদের বেশির ভাগ থানায় যাচ্ছেন না কিংবা মামলা করছেন না। গত পাঁচ মাসে বৃহত
২ ঘণ্টা আগেকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় প্রতিদিন বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। বাড়ছে বর্জ্যের পরিমাণও। অথচ নগরীর বিভিন্ন এলাকায় এখনো ডাস্টবিনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে অনেক বাসিন্দা ও দোকানি ময়লা ফেলছে সড়কের পাশে, ড্রেনে বা খোলা জায়গায়। এতে পরিবেশদূষণের পাশাপাশি উৎকট দুর্গন্ধে
২ ঘণ্টা আগেখুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা। ৭ জুলাই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত ৬ হাজার ৮৯টি গাছের চারা বিক্রি হয়েছে মেলায়। এর মূল্য ৯ লাখ ২৯ হাজার ৬১৫ টাকা।
২ ঘণ্টা আগেসার্ভার সমস্যার কারণে কার্যত অচল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিসগুলো। জেলার ৪২টি ইউনিয়ন ভূমি উন্নয়ন কর অফিসে প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে খাজনা পরিশোধ ও মিউটেশন কার্যক্রম। এতে একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশীরা, অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
২ ঘণ্টা আগে