ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে বেধড়ক মারধর করেন পরিবহনশ্রমিকেরা। লাঞ্ছিত করা হয় ম্যাজিস্ট্রেটকে।
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যাত্রীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই যাত্রীর নাম–পরিচয় জানা যায়নি।
ঢাকাগামী যাত্রী তাকরিমুজ্জামান বলেন, ‘আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে। আমাদের নিরাপত্তা কোথায়?’
তাকরিমুজ্জামান বলেন, বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহনশ্রমিকেরা অভিযোগকারী যাত্রীকে মারধর করে ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে।
স্থানীয় লোকজন জানান, বিকেল ৫টার দিকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে কল করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মচারীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।
ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘জেলার একজন এসিল্যান্ড তাঁর বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা মনঃক্ষুণ্ণ হন। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারে অবস্থান করেন।’
রোকনুজ্জামান রানু আরও বলেন, ‘যদি ভাড়া বেশি নিয়ে থাকে, প্রশাসন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয়, তাহলে ভুল বোঝাবুঝির ফলে অনেক সময় বড়ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’
সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, ‘ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যেসব যাত্রী ঢাকায় যাচ্ছেন, তাঁদের কাছ থেকেও তাঁরা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটরিং করতে যাই। তখন ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা বললে তাঁরা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে। আমরা পরে ঠিক করে নেব।
পরে পাশের গোল্ডেন লাইনে গেলে সবাই কাউন্টার বন্ধ করে দেয় এবং টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে। তাকে আমরা সেভ করি।’
সজল কুমার দাস বলেন, ‘কাউন্টার শ্রমিকেরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে।’
এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে কল করলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না, জানা নেই।

ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে বেধড়ক মারধর করেন পরিবহনশ্রমিকেরা। লাঞ্ছিত করা হয় ম্যাজিস্ট্রেটকে।
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যাত্রীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই যাত্রীর নাম–পরিচয় জানা যায়নি।
ঢাকাগামী যাত্রী তাকরিমুজ্জামান বলেন, ‘আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে। আমাদের নিরাপত্তা কোথায়?’
তাকরিমুজ্জামান বলেন, বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহনশ্রমিকেরা অভিযোগকারী যাত্রীকে মারধর করে ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে।
স্থানীয় লোকজন জানান, বিকেল ৫টার দিকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে কল করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মচারীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।
ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘জেলার একজন এসিল্যান্ড তাঁর বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা মনঃক্ষুণ্ণ হন। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারে অবস্থান করেন।’
রোকনুজ্জামান রানু আরও বলেন, ‘যদি ভাড়া বেশি নিয়ে থাকে, প্রশাসন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয়, তাহলে ভুল বোঝাবুঝির ফলে অনেক সময় বড়ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’
সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, ‘ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যেসব যাত্রী ঢাকায় যাচ্ছেন, তাঁদের কাছ থেকেও তাঁরা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটরিং করতে যাই। তখন ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা বললে তাঁরা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে। আমরা পরে ঠিক করে নেব।
পরে পাশের গোল্ডেন লাইনে গেলে সবাই কাউন্টার বন্ধ করে দেয় এবং টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে। তাকে আমরা সেভ করি।’
সজল কুমার দাস বলেন, ‘কাউন্টার শ্রমিকেরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে।’
এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে কল করলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না, জানা নেই।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে