কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মা, মা বলে ডেকেছেন সারা রাত। এরপর আজ সোমবার সকালে একটি বাড়ির পেছনে মিলেছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ। ঝিনাইদহের কোটচাঁদপুরের জালালপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। সেখানে স্থানীয় নজরুল ইসলামের বাড়ির পাশের সড়কে লাশটি পাওয়া যায়। যুবকের কোনো স্বজনের সন্ধান না পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে জালালপুর কবরস্থানে দাফন করেছেন।
কোটচাঁদপুরের জালালপুর গ্রামের ভিডিবি ইউনিয়ন দলপতি আশিকুর রহমান বলেন, ‘২০ মে তারিখে ওই মানুষটির সঙ্গে আমার দেখা হয় জালালপুর জোড়া ব্রিজের সামনে। ওই দিন আমি নাম-পরিচয় নিতে বেশ চেষ্টা করি। তবে কোনো উত্তর মেলেনি। শুধু খাওয়ার কথা জিজ্ঞেস করলে মাথা নাড়াত। আর কিছু দিলে সেটা খেত।’ তিনি বলেন, মানুষটির বয়স হবে ২৮-৩০ বছর হবে। তবে গায়ে হাড় ছাড়া আর কিছুই ছিল না। তিনি খুবই অসুস্থ ছিলেন। আশিকুর রহমান বলেন, ‘আমি জানতে পেরেছি, ওই ব্যক্তিটি তালিনা গ্রামে ছিল। ওরা রাতের অন্ধকারে তাঁকে এখানে ফেলে রেখে গেছে। সেই থেকে ঘুরছিল রাস্তায় রাস্তায়, রোদ-বৃষ্টির মধ্যে। আজ সকালে জানতে পারি, সে মারা গেছে। খবর পেয়ে গিয়ে কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছি। এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে তালসার পুলিশ ফাঁড়ির দারোগা তবিবুর রহমানও এসেছিলেন।’
জানা গেছে, যুবকের কোনো স্বজনের সন্ধান না পেয়ে তাঁকে জালালপুর কবরস্থানে দাফন করা হয়। সাবেক দুজন ইউপি সদস্যসহ গ্রামের অনেকে জানাজায় উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। জানতে পারলাম লোকটি ২০-৩০ দিন ধরে ওই এলাকায় সড়কে পড়ে থাকতেন। তাঁর শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। খুবই অসুস্থ ছিলেন বলে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এরপরও তিনি কারোর বাড়িতে থাকতেন না। রোদ-বৃষ্টির মধ্যে তিনি ওই এলাকার বিভিন্ন এলাকার সড়কে শুয়ে থাকতেন। আর হাঁটতে পারতেন না।
হামাগুড়ি দিয়ে চলতেন রাস্তায়।’ তিনি বলেন, রোববার রাতে নজরুল ইসলামের বাড়ির পেছনে গিয়ে শুয়ে ছিলেন ওই যুবক। সারা রাত মা মা করে ডেকেছেন বলে এলাকার মানুষ জানিয়েছেন। এরপর সকালে সবাই এসে দেখতে পান তিনি মারা গেছেন। গ্রামবাসী স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করেছেন। বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।’
উল্লেখ, এর আগে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে ৪৮ দিন চিকিৎসা নিয়ে মারা যান ৬০ বছর বয়সি এক নারী। পরে তাঁকে ঝিনাইদহের আঞ্জুমান মফিদুলে মরদেহটি হস্তান্তর করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

মা, মা বলে ডেকেছেন সারা রাত। এরপর আজ সোমবার সকালে একটি বাড়ির পেছনে মিলেছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ। ঝিনাইদহের কোটচাঁদপুরের জালালপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। সেখানে স্থানীয় নজরুল ইসলামের বাড়ির পাশের সড়কে লাশটি পাওয়া যায়। যুবকের কোনো স্বজনের সন্ধান না পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে জালালপুর কবরস্থানে দাফন করেছেন।
কোটচাঁদপুরের জালালপুর গ্রামের ভিডিবি ইউনিয়ন দলপতি আশিকুর রহমান বলেন, ‘২০ মে তারিখে ওই মানুষটির সঙ্গে আমার দেখা হয় জালালপুর জোড়া ব্রিজের সামনে। ওই দিন আমি নাম-পরিচয় নিতে বেশ চেষ্টা করি। তবে কোনো উত্তর মেলেনি। শুধু খাওয়ার কথা জিজ্ঞেস করলে মাথা নাড়াত। আর কিছু দিলে সেটা খেত।’ তিনি বলেন, মানুষটির বয়স হবে ২৮-৩০ বছর হবে। তবে গায়ে হাড় ছাড়া আর কিছুই ছিল না। তিনি খুবই অসুস্থ ছিলেন। আশিকুর রহমান বলেন, ‘আমি জানতে পেরেছি, ওই ব্যক্তিটি তালিনা গ্রামে ছিল। ওরা রাতের অন্ধকারে তাঁকে এখানে ফেলে রেখে গেছে। সেই থেকে ঘুরছিল রাস্তায় রাস্তায়, রোদ-বৃষ্টির মধ্যে। আজ সকালে জানতে পারি, সে মারা গেছে। খবর পেয়ে গিয়ে কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছি। এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে তালসার পুলিশ ফাঁড়ির দারোগা তবিবুর রহমানও এসেছিলেন।’
জানা গেছে, যুবকের কোনো স্বজনের সন্ধান না পেয়ে তাঁকে জালালপুর কবরস্থানে দাফন করা হয়। সাবেক দুজন ইউপি সদস্যসহ গ্রামের অনেকে জানাজায় উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। জানতে পারলাম লোকটি ২০-৩০ দিন ধরে ওই এলাকায় সড়কে পড়ে থাকতেন। তাঁর শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। খুবই অসুস্থ ছিলেন বলে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এরপরও তিনি কারোর বাড়িতে থাকতেন না। রোদ-বৃষ্টির মধ্যে তিনি ওই এলাকার বিভিন্ন এলাকার সড়কে শুয়ে থাকতেন। আর হাঁটতে পারতেন না।
হামাগুড়ি দিয়ে চলতেন রাস্তায়।’ তিনি বলেন, রোববার রাতে নজরুল ইসলামের বাড়ির পেছনে গিয়ে শুয়ে ছিলেন ওই যুবক। সারা রাত মা মা করে ডেকেছেন বলে এলাকার মানুষ জানিয়েছেন। এরপর সকালে সবাই এসে দেখতে পান তিনি মারা গেছেন। গ্রামবাসী স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করেছেন। বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।’
উল্লেখ, এর আগে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে ৪৮ দিন চিকিৎসা নিয়ে মারা যান ৬০ বছর বয়সি এক নারী। পরে তাঁকে ঝিনাইদহের আঞ্জুমান মফিদুলে মরদেহটি হস্তান্তর করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে