নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। দ্বিতীয় মেয়াদে নগরভবনে বসতে যাচ্ছেন তিনি। তবে আওয়ামী লীগের এই নেতা নৌকা প্রতীকে গতবারের চেয়ে ২২ হাজার ৭৭ ভোট কম পেয়েছেন।
২০১৮ সালের নির্বাচনে খুলনা সিটি করপোরেশনের মোট ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মোট ভোট পড়েছিল ৫৭ শতাংশ। সেসময় নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।
ওই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট পান। জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।
তবে এবার ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী বদলেছেন। যুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ নেয়নি।
এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
খুলনায় এবার ভোট পড়েছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। জাকের পার্টির গোলাপফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
তবে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী এবারের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। দ্বিতীয় মেয়াদে নগরভবনে বসতে যাচ্ছেন তিনি। তবে আওয়ামী লীগের এই নেতা নৌকা প্রতীকে গতবারের চেয়ে ২২ হাজার ৭৭ ভোট কম পেয়েছেন।
২০১৮ সালের নির্বাচনে খুলনা সিটি করপোরেশনের মোট ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মোট ভোট পড়েছিল ৫৭ শতাংশ। সেসময় নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।
ওই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট পান। জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।
তবে এবার ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী বদলেছেন। যুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ নেয়নি।
এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
খুলনায় এবার ভোট পড়েছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। জাকের পার্টির গোলাপফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
তবে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী এবারের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে