খুলনা প্রতিনিধি

রাত পোহালেই খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন। পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মির্জা ফখরুল সমাবেশস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা।
রাত ১০টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এর আগে থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বাস ও লঞ্চ ধর্মঘটের মধ্যেও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে। অনেকে রাস্তায়ই লাগেজের ওপর শুয়ে পড়েছেন।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিএনপির সমাবেশ যাতে সফল না হয় এ কারণে আওয়ামী লীগ কয়েক দিন ধরেই নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে খুলনা বিভাগের সব জেলা থেকেই নেতা–কর্মীরা এসে উপস্থিত হয়েছে। শনিবার খুলনায় বিএনপির সর্ববৃহৎ গণ সমাবেশ হবে। একদিন আগেই মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করছে।’
শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু একদিন আগেই খুলনাগামী বাস ও লঞ্চ ধর্মঘট ডাকায় নেতাকর্মীরা পার্শ্ববর্তী জেলা থেকে বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং কাছাকাছি এলাকা থেকে হেঁটে খুলনা শহরে আসছেন। রাতে ট্রেনে করেও অনেক নেতাকর্মী খুলনা পৌঁছান।
গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশেও একই ঘটনা ঘটেছিল। ময়মনসিংহগামী দূর পাল্লার বাস চলাচল বন্ধের কারণে সমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

রাত পোহালেই খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন। পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মির্জা ফখরুল সমাবেশস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা।
রাত ১০টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এর আগে থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বাস ও লঞ্চ ধর্মঘটের মধ্যেও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে। অনেকে রাস্তায়ই লাগেজের ওপর শুয়ে পড়েছেন।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিএনপির সমাবেশ যাতে সফল না হয় এ কারণে আওয়ামী লীগ কয়েক দিন ধরেই নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে খুলনা বিভাগের সব জেলা থেকেই নেতা–কর্মীরা এসে উপস্থিত হয়েছে। শনিবার খুলনায় বিএনপির সর্ববৃহৎ গণ সমাবেশ হবে। একদিন আগেই মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করছে।’
শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু একদিন আগেই খুলনাগামী বাস ও লঞ্চ ধর্মঘট ডাকায় নেতাকর্মীরা পার্শ্ববর্তী জেলা থেকে বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং কাছাকাছি এলাকা থেকে হেঁটে খুলনা শহরে আসছেন। রাতে ট্রেনে করেও অনেক নেতাকর্মী খুলনা পৌঁছান।
গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশেও একই ঘটনা ঘটেছিল। ময়মনসিংহগামী দূর পাল্লার বাস চলাচল বন্ধের কারণে সমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে