যশোর প্রতিনিধি

যুদ্ধাপরাধী মামলায় দণ্ডিত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল কবির দ্বীপকে বহিষ্কার করা হয়েছে।
তবে, বহিষ্কৃত ছাত্রলীগ নেতার দাবি, তাঁর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। এত দিন পর বহিষ্কারাদেশ রাজনীতিকভাবে উদ্দেশ্যমূলক।
আজ রোববার সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশও করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে, বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইকরামুল কবির দ্বীপ বলেন, ‘আমার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। এই ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে মতাদর্শের বিরোধ থাকাতে ষড়যন্ত্র করে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
দ্বীপ আরও বলেন, ‘ঢাকায় ছাত্র সমাবেশে ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীদের পৃথকভাবে নিয়ে যাওয়াতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ক্ষুব্ধ হন। সেই কারণে চক্রান্ত করে সাঈদীর মৃত্যুর এত দিন পর আমাকে বহিষ্কার করা হয়েছে। এত দিন পর বহিষ্কার করা রাজনীতিকভাবে উদ্দেশ্যমূলক ছাড়া কিছু না।’
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নম্বরে ফোন করা হলে তারা কেউ ফোন রিসিভ করেনি।

যুদ্ধাপরাধী মামলায় দণ্ডিত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল কবির দ্বীপকে বহিষ্কার করা হয়েছে।
তবে, বহিষ্কৃত ছাত্রলীগ নেতার দাবি, তাঁর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। এত দিন পর বহিষ্কারাদেশ রাজনীতিকভাবে উদ্দেশ্যমূলক।
আজ রোববার সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশও করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে, বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইকরামুল কবির দ্বীপ বলেন, ‘আমার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। এই ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে মতাদর্শের বিরোধ থাকাতে ষড়যন্ত্র করে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
দ্বীপ আরও বলেন, ‘ঢাকায় ছাত্র সমাবেশে ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীদের পৃথকভাবে নিয়ে যাওয়াতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ক্ষুব্ধ হন। সেই কারণে চক্রান্ত করে সাঈদীর মৃত্যুর এত দিন পর আমাকে বহিষ্কার করা হয়েছে। এত দিন পর বহিষ্কার করা রাজনীতিকভাবে উদ্দেশ্যমূলক ছাড়া কিছু না।’
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নম্বরে ফোন করা হলে তারা কেউ ফোন রিসিভ করেনি।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১২ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৫ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে