খুলনা প্রতিনিধি

খুলনায় আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম সুজলা বিশ্বাস (৪৫)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ফরাজী পাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শ্যামল কুমারকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন।
সুজলা বিশ্বাস ও শ্যামল কুমার ফরাজী পাড়া এলাকায় মৃত আব্দুল জব্বারের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার তালা গ্রামে।
স্থানীয়রা জানান, সুজলা বিশ্বাসের ঘরে আগুন দেখতে পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে আগুন নেভান। কিন্তু ততক্ষণে মারা যান সুজলা।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুনে সুজলা রানী বিশ্বাস নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমরা কেরোসিনের গন্ধ পেয়েছি। ধারণা করছি, গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে সুজলা রানী বিশ্বাসের মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুজনা রানী বিশ্বাস গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন।’

খুলনায় আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম সুজলা বিশ্বাস (৪৫)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ফরাজী পাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শ্যামল কুমারকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন।
সুজলা বিশ্বাস ও শ্যামল কুমার ফরাজী পাড়া এলাকায় মৃত আব্দুল জব্বারের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার তালা গ্রামে।
স্থানীয়রা জানান, সুজলা বিশ্বাসের ঘরে আগুন দেখতে পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে আগুন নেভান। কিন্তু ততক্ষণে মারা যান সুজলা।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুনে সুজলা রানী বিশ্বাস নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমরা কেরোসিনের গন্ধ পেয়েছি। ধারণা করছি, গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে সুজলা রানী বিশ্বাসের মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুজনা রানী বিশ্বাস গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন।’

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২২ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৩ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে