Ajker Patrika

সাতক্ষীরায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৫৯
সাতক্ষীরায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার
আব্দুল্লাহ সরদার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার বালিথায় শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ সরদার নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ সদর উপজেলার জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র। তিনি বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্বপাড়ার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুল্লাহ বিকেলে সদর হাসপাতাল মোড় এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে সোমবার আদালতে পাঠানো হবে।

এর আগে গত রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদারের বিরুদ্ধে তাঁর প্রতিবেশী ছয় বছরের শিশুকে নিজের ঘরে ডেকে হাত–পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে আসামি গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে গ্রামবাসী আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত