কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

বাড়ির শোভাবর্ধন করে ক্যাকটাস। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ায় জাহাঙ্গীর আলম নামে এক ক্যাকটাস প্রেমী রয়েছেন। যিনি পুরো বাড়িতে আড়াইশ প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাসের সমারোহ করেছেন। তিনি উপজেলার এলঙ্গি পাড়ার বাসিন্দা ও অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়, গড়াই নদীর কোল ঘেঁষে জাহাঙ্গীর আলমের পুরোনো বাড়ি। ঢুকতেই মনে হয় যেন পুরো বাড়িটা লতাপাতায় ঢাকা। নিচতলায় হরেক রকমের ফুলফলাদি আর লতাপাতা সমৃদ্ধ গাছ থাকলেও দ্বিতীয় তলার ছাদে রয়েছে হরেক রকম ক্যাকটাস। যেন পুরো ছাদ জুড়ে শুধুই ক্যাকটাস। আর তাতে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে প্রায় আড়াইশ প্রজাতির ক্যাকটাস।
জানা যায়, ২০১৭ সালে অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা নিজ বাড়িতে ক্যাকটাসের বাগান করেন। তবে তাঁর বাগান করাটা শুরুটা হয়েছিল আশির দশকে। সে সময় কর্মব্যস্ততার কারণে সফল হতে পারেননি। পরবর্তীতে চাকরি থেকে অবসরে পর তিনি নতুন করে শুরু করেন ক্যাকটাসের বাগান।
এ বিষয়ে ক্যাকটাস প্রেমী জাহাঙ্গীর আলম বলেন, 'শখ করেই আশির দশকে ক্যাকটাসের চাষ শুরু করি। অবসরের পর গাছের সংখ্যা বেড়েছে। এখন প্রায় আড়াইশ প্রজাতির ক্যাকটাস রয়েছে। ক্যাকটাস বাড়ির শোভা বর্ধন করে। এ ছাড়া অবসর সময়টা ক্যাকটাসের সঙ্গে বেশ ভালোই কাটে। আমি চাই ক্যাকটাসের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’
ক্যাকটাস প্রেমী জাহাঙ্গীর আলমের স্ত্রী হাসিনা খাতুন জানান, বর্তমানে তাঁর স্বামী পুরো সময় জুড়েই ক্যাকটাসের যত্নআত্তিতে ডুবে থাকেন। তাঁর এই ভালো কাজে আমি সহযোগী হিসেবে থাকতে পেরে ভালো লাগছে। প্রতিদিনই অনেক মানুষ ক্যাকটাস দেখতে আসেন। মানুষ ক্যাকটাস এত ভালোবাসেন তা নিজের ঘরে ক্যাকটাস না থাকলে হয়তো বুঝতে পারতাম না।'
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ‘ক্যাকটাস এক ধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। ক্যাকটাস ঘর-বাড়ির সৌন্দর্যবর্ধন করে। অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ক্যাকটাস ঘর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বাড়ির শোভাবর্ধন করে ক্যাকটাস। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ায় জাহাঙ্গীর আলম নামে এক ক্যাকটাস প্রেমী রয়েছেন। যিনি পুরো বাড়িতে আড়াইশ প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাসের সমারোহ করেছেন। তিনি উপজেলার এলঙ্গি পাড়ার বাসিন্দা ও অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়, গড়াই নদীর কোল ঘেঁষে জাহাঙ্গীর আলমের পুরোনো বাড়ি। ঢুকতেই মনে হয় যেন পুরো বাড়িটা লতাপাতায় ঢাকা। নিচতলায় হরেক রকমের ফুলফলাদি আর লতাপাতা সমৃদ্ধ গাছ থাকলেও দ্বিতীয় তলার ছাদে রয়েছে হরেক রকম ক্যাকটাস। যেন পুরো ছাদ জুড়ে শুধুই ক্যাকটাস। আর তাতে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে প্রায় আড়াইশ প্রজাতির ক্যাকটাস।
জানা যায়, ২০১৭ সালে অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা নিজ বাড়িতে ক্যাকটাসের বাগান করেন। তবে তাঁর বাগান করাটা শুরুটা হয়েছিল আশির দশকে। সে সময় কর্মব্যস্ততার কারণে সফল হতে পারেননি। পরবর্তীতে চাকরি থেকে অবসরে পর তিনি নতুন করে শুরু করেন ক্যাকটাসের বাগান।
এ বিষয়ে ক্যাকটাস প্রেমী জাহাঙ্গীর আলম বলেন, 'শখ করেই আশির দশকে ক্যাকটাসের চাষ শুরু করি। অবসরের পর গাছের সংখ্যা বেড়েছে। এখন প্রায় আড়াইশ প্রজাতির ক্যাকটাস রয়েছে। ক্যাকটাস বাড়ির শোভা বর্ধন করে। এ ছাড়া অবসর সময়টা ক্যাকটাসের সঙ্গে বেশ ভালোই কাটে। আমি চাই ক্যাকটাসের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’
ক্যাকটাস প্রেমী জাহাঙ্গীর আলমের স্ত্রী হাসিনা খাতুন জানান, বর্তমানে তাঁর স্বামী পুরো সময় জুড়েই ক্যাকটাসের যত্নআত্তিতে ডুবে থাকেন। তাঁর এই ভালো কাজে আমি সহযোগী হিসেবে থাকতে পেরে ভালো লাগছে। প্রতিদিনই অনেক মানুষ ক্যাকটাস দেখতে আসেন। মানুষ ক্যাকটাস এত ভালোবাসেন তা নিজের ঘরে ক্যাকটাস না থাকলে হয়তো বুঝতে পারতাম না।'
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ‘ক্যাকটাস এক ধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। ক্যাকটাস ঘর-বাড়ির সৌন্দর্যবর্ধন করে। অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ক্যাকটাস ঘর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১৮ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩৬ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে