সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাস্থলসহ পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলা সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। কিন্তু দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। উভয় পক্ষ ওই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে; অবনতি ঘটতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির; তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, ১৯ জানুয়ারি দীর্ঘ ১৪ বছর পর শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন হয়। এ ছাড়া ঘোষণা করা হয়েছে শ্যামনগর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি। এর পর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হয়ে আসছিল।
এর মধ্যে গত মঙ্গলবার শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলীম।
বুধবার এম এম প্লাজার সামনে শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের পক্ষ।
অন্যদিকে একই জায়গায় রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ। এই কর্মসূচি ঘিরে পৌর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাস্থলসহ পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলা সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। কিন্তু দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। উভয় পক্ষ ওই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে; অবনতি ঘটতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির; তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, ১৯ জানুয়ারি দীর্ঘ ১৪ বছর পর শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন হয়। এ ছাড়া ঘোষণা করা হয়েছে শ্যামনগর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি। এর পর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হয়ে আসছিল।
এর মধ্যে গত মঙ্গলবার শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলীম।
বুধবার এম এম প্লাজার সামনে শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের পক্ষ।
অন্যদিকে একই জায়গায় রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ। এই কর্মসূচি ঘিরে পৌর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে