সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে