খুলনা প্রতিনিধি

চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ ইতিমধ্যেই ২ জন গ্রেপ্তার হয়েছে এবং অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার প্রত্যাশা করছি। চলমান শিক্ষার্থীদের আন্দোলনে ইন্টার্নি চিকিৎসকদের একাত্মতা জ্ঞাপনপূর্বক তাদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলোও দ্রুততম সময়ে পূরণ হবে, এই প্রত্যাশা রেখে জনদুর্ভোগ নিরসনে ও রোগীদের কল্যাণার্থে কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইন্টার্নি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি খুলনা শাখার সহসভাপতি এসএম কবীর উদ্দিন বাবলু বলেন, ‘রাতে ওষুধ ব্যবসায়ীদের বৈঠক রয়েছে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মেসার্স বিপ্লব মেডিসিন কর্নারে সবুজ সরকার নামে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী কিছু ওষুধ কিনতে যান। ৭০ টাকার ওষুধ কিনে ১০ শতাংশ কমিশন না দেওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে আশপাশের ওষুধের দোকানিরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় ওষুধ ব্যবসায়ীরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। ঘটনার পর থেকে ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে।

চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ ইতিমধ্যেই ২ জন গ্রেপ্তার হয়েছে এবং অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার প্রত্যাশা করছি। চলমান শিক্ষার্থীদের আন্দোলনে ইন্টার্নি চিকিৎসকদের একাত্মতা জ্ঞাপনপূর্বক তাদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলোও দ্রুততম সময়ে পূরণ হবে, এই প্রত্যাশা রেখে জনদুর্ভোগ নিরসনে ও রোগীদের কল্যাণার্থে কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইন্টার্নি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি খুলনা শাখার সহসভাপতি এসএম কবীর উদ্দিন বাবলু বলেন, ‘রাতে ওষুধ ব্যবসায়ীদের বৈঠক রয়েছে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মেসার্স বিপ্লব মেডিসিন কর্নারে সবুজ সরকার নামে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী কিছু ওষুধ কিনতে যান। ৭০ টাকার ওষুধ কিনে ১০ শতাংশ কমিশন না দেওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে আশপাশের ওষুধের দোকানিরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় ওষুধ ব্যবসায়ীরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। ঘটনার পর থেকে ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে