প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

ঝিকরগাছা উপজেলা চত্বরের মূল ফটকের কাছাকাছি আসতেই কানে আসে মার্শাল আর্ট চর্চার চেনা শব্দ। ভেতরে ঢুকেই চোখে পড়ল একজন নারী ও এক কিশোরের মধ্যে কারাতের ফাইটিং দৃশ্য। পেছনে বসা আরও অনেক প্রশিক্ষণার্থী। জানা গেল, কারাতে ফাইটিং করা এ নারী ও কিশোর মা-ছেলে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঝিকরগাছা উপজেলা চত্বরে উন্মুক্ত মঞ্চের সামনে এমন দৃশ্য দেখা যায়।
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ ক্যাম্পে নিয়মতি আসেন খাদিজা পারভীন (৩৪)। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন শিশু নিলয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা। ছেলে আবু হুরায়রা রেজা দশম শ্রেণিতে পড়ে। বছরখানেক আগে খাদিজা ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনে আসেন প্রশিক্ষণের জন্য ভর্তি হন। মাস দুয়েক পরে ছেলে আবু হুরায়রা মায়ের কারাতে প্রশিক্ষণ দেখে উৎসাহিত হয়। সেও এখানে ভর্তি হয়। এরপর মা-ছেলে একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে।
প্রতি শুক্রবার এখানে প্রশিক্ষণ সেশন হয়। কিন্তু করোনাকালে কর্মস্থল বন্ধ থাকায় সপ্তাহে পাঁচ দিন প্রশিক্ষণ করেছেন মা ও ছেলে। এক বছর কারাতে প্রশিক্ষণে ছেলে তৃতীয় গ্রেডে গ্রিন ও মা দ্বিতীয় গ্রেডে হলুদ বেল্ট অর্জন করেছেন। খাদিজা পারভীন বলেন, কাজের করণে মোটরসাইকেলে বিভিন্ন সময় প্রতিকূলতার মধ্যে ঘুরে বেড়াতে হয়। তাই আত্মরক্ষা আর শারীরিক সুস্থতা ধরে রাখতে কারাতে প্রশিক্ষণ নিই।
শুরুতে প্রশিক্ষণ নেওয়ার জন্য তাঁর কর্মস্থলের কর্মকর্তা আসমা বেগম প্রেরণা ও আর্থিক সহযোগিতা করেছেন বলে জানান খাদিজা। ছেলে আবু হুরায়রা রেজা বলে, মায়ের কারাতে প্রশিক্ষণ দেখতে এসে ভর্তি হই। এখন মায়ের সঙ্গেই প্র্যাকটিস করি, কারাতে ফাইটিং করি। এতে শারীর ও মন ভালো থাকে। অন্যদিকে আত্মরক্ষার কৌশল রপ্ত করি।
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, অন্য প্রশিক্ষণার্থীদের মতো খাদিজা পারভীন বছর দেড়েক আগে এখানে কারাতে প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছিলেন। মাস দুয়েক পরে তাঁর ছেলে আবু হুরায়রা মার প্রশিক্ষণ দেখতে এসে সেও ভর্তি হয়। প্রশিক্ষণে মা-ছেলে উভয় মনোযোগী এবং খুবই আগ্রহী। তাঁরা নিয়মিত প্র্যাকটিস করে এক বছরে কারাতের দুইটি স্তর পেরিয়েছেন।

ঝিকরগাছা উপজেলা চত্বরের মূল ফটকের কাছাকাছি আসতেই কানে আসে মার্শাল আর্ট চর্চার চেনা শব্দ। ভেতরে ঢুকেই চোখে পড়ল একজন নারী ও এক কিশোরের মধ্যে কারাতের ফাইটিং দৃশ্য। পেছনে বসা আরও অনেক প্রশিক্ষণার্থী। জানা গেল, কারাতে ফাইটিং করা এ নারী ও কিশোর মা-ছেলে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঝিকরগাছা উপজেলা চত্বরে উন্মুক্ত মঞ্চের সামনে এমন দৃশ্য দেখা যায়।
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ ক্যাম্পে নিয়মতি আসেন খাদিজা পারভীন (৩৪)। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন শিশু নিলয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা। ছেলে আবু হুরায়রা রেজা দশম শ্রেণিতে পড়ে। বছরখানেক আগে খাদিজা ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনে আসেন প্রশিক্ষণের জন্য ভর্তি হন। মাস দুয়েক পরে ছেলে আবু হুরায়রা মায়ের কারাতে প্রশিক্ষণ দেখে উৎসাহিত হয়। সেও এখানে ভর্তি হয়। এরপর মা-ছেলে একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে।
প্রতি শুক্রবার এখানে প্রশিক্ষণ সেশন হয়। কিন্তু করোনাকালে কর্মস্থল বন্ধ থাকায় সপ্তাহে পাঁচ দিন প্রশিক্ষণ করেছেন মা ও ছেলে। এক বছর কারাতে প্রশিক্ষণে ছেলে তৃতীয় গ্রেডে গ্রিন ও মা দ্বিতীয় গ্রেডে হলুদ বেল্ট অর্জন করেছেন। খাদিজা পারভীন বলেন, কাজের করণে মোটরসাইকেলে বিভিন্ন সময় প্রতিকূলতার মধ্যে ঘুরে বেড়াতে হয়। তাই আত্মরক্ষা আর শারীরিক সুস্থতা ধরে রাখতে কারাতে প্রশিক্ষণ নিই।
শুরুতে প্রশিক্ষণ নেওয়ার জন্য তাঁর কর্মস্থলের কর্মকর্তা আসমা বেগম প্রেরণা ও আর্থিক সহযোগিতা করেছেন বলে জানান খাদিজা। ছেলে আবু হুরায়রা রেজা বলে, মায়ের কারাতে প্রশিক্ষণ দেখতে এসে ভর্তি হই। এখন মায়ের সঙ্গেই প্র্যাকটিস করি, কারাতে ফাইটিং করি। এতে শারীর ও মন ভালো থাকে। অন্যদিকে আত্মরক্ষার কৌশল রপ্ত করি।
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, অন্য প্রশিক্ষণার্থীদের মতো খাদিজা পারভীন বছর দেড়েক আগে এখানে কারাতে প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছিলেন। মাস দুয়েক পরে তাঁর ছেলে আবু হুরায়রা মার প্রশিক্ষণ দেখতে এসে সেও ভর্তি হয়। প্রশিক্ষণে মা-ছেলে উভয় মনোযোগী এবং খুবই আগ্রহী। তাঁরা নিয়মিত প্র্যাকটিস করে এক বছরে কারাতের দুইটি স্তর পেরিয়েছেন।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১০ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৫ মিনিট আগে