প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

শরণখোলায় স্বাস্থ্য সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ বেডের হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ৩১ বেডের আদলে। এ ছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রশিক্ষিত ফার্মাসিস্টের অভাবে নার্স দিয়ে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। অচল হয়ে আছে এক্স-রে মেশিন। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ বেডের হাসপাতালটি কাগজে কলমে ৫০ বেডে উন্নীত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালটিতে মাত্র পাঁচজন ডাক্তারকে প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে। অন্যদিকে অপারেটর থাকা সত্ত্বেও দীর্ঘ ১৫ বছর ধরে অচল হয়ে পরে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। গত জানুয়ারি মাসে মেশিনটি সচল করা হলেও মাত্র সপ্তাহ খানিক পরে আবারও অচল হয়ে যায়।
অন্যদিকে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (শল্য), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) নিয়োগ নাই। এদিকে অ্যানেস্থেটিষ্ট গাইনোকলজিস্ট না থাকায় অস্ত্রোপচার কক্ষ বন্ধ প্রায় চার বছর ধরে।
হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় একটি বন্ধ রয়েছে।
হাসপাতালটিতে দুটি ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় একজন নার্স দিয়ে বহির্বিভাগের রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। এমনকি পরিচ্ছন্ন কর্মী না থাকায় পুরো হাসপাতাল অপরিষ্কার, ময়লায় ভরা সমস্ত ড্রেন এবং বাথরুম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, এ উপজেলায় ১৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে পাঁচজন ডাক্তার কর্মরত আছেন। জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এক্স-রে মেশিন মেরামতের জন্য ঢাকা থেকে খুব তাড়াতাড়ি টেকনিশিয়ান আসবে বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানান।
বাগেরহাট সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, সরকার নিয়োগ দিলে চাহিদা অনুযায়ী জনবল পূরণ করা হবে।

শরণখোলায় স্বাস্থ্য সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ বেডের হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ৩১ বেডের আদলে। এ ছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রশিক্ষিত ফার্মাসিস্টের অভাবে নার্স দিয়ে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। অচল হয়ে আছে এক্স-রে মেশিন। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ বেডের হাসপাতালটি কাগজে কলমে ৫০ বেডে উন্নীত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালটিতে মাত্র পাঁচজন ডাক্তারকে প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে। অন্যদিকে অপারেটর থাকা সত্ত্বেও দীর্ঘ ১৫ বছর ধরে অচল হয়ে পরে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। গত জানুয়ারি মাসে মেশিনটি সচল করা হলেও মাত্র সপ্তাহ খানিক পরে আবারও অচল হয়ে যায়।
অন্যদিকে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (শল্য), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) নিয়োগ নাই। এদিকে অ্যানেস্থেটিষ্ট গাইনোকলজিস্ট না থাকায় অস্ত্রোপচার কক্ষ বন্ধ প্রায় চার বছর ধরে।
হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় একটি বন্ধ রয়েছে।
হাসপাতালটিতে দুটি ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় একজন নার্স দিয়ে বহির্বিভাগের রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। এমনকি পরিচ্ছন্ন কর্মী না থাকায় পুরো হাসপাতাল অপরিষ্কার, ময়লায় ভরা সমস্ত ড্রেন এবং বাথরুম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, এ উপজেলায় ১৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে পাঁচজন ডাক্তার কর্মরত আছেন। জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এক্স-রে মেশিন মেরামতের জন্য ঢাকা থেকে খুব তাড়াতাড়ি টেকনিশিয়ান আসবে বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানান।
বাগেরহাট সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, সরকার নিয়োগ দিলে চাহিদা অনুযায়ী জনবল পূরণ করা হবে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে