প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

শরণখোলায় স্বাস্থ্য সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ বেডের হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ৩১ বেডের আদলে। এ ছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রশিক্ষিত ফার্মাসিস্টের অভাবে নার্স দিয়ে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। অচল হয়ে আছে এক্স-রে মেশিন। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ বেডের হাসপাতালটি কাগজে কলমে ৫০ বেডে উন্নীত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালটিতে মাত্র পাঁচজন ডাক্তারকে প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে। অন্যদিকে অপারেটর থাকা সত্ত্বেও দীর্ঘ ১৫ বছর ধরে অচল হয়ে পরে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। গত জানুয়ারি মাসে মেশিনটি সচল করা হলেও মাত্র সপ্তাহ খানিক পরে আবারও অচল হয়ে যায়।
অন্যদিকে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (শল্য), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) নিয়োগ নাই। এদিকে অ্যানেস্থেটিষ্ট গাইনোকলজিস্ট না থাকায় অস্ত্রোপচার কক্ষ বন্ধ প্রায় চার বছর ধরে।
হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় একটি বন্ধ রয়েছে।
হাসপাতালটিতে দুটি ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় একজন নার্স দিয়ে বহির্বিভাগের রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। এমনকি পরিচ্ছন্ন কর্মী না থাকায় পুরো হাসপাতাল অপরিষ্কার, ময়লায় ভরা সমস্ত ড্রেন এবং বাথরুম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, এ উপজেলায় ১৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে পাঁচজন ডাক্তার কর্মরত আছেন। জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এক্স-রে মেশিন মেরামতের জন্য ঢাকা থেকে খুব তাড়াতাড়ি টেকনিশিয়ান আসবে বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানান।
বাগেরহাট সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, সরকার নিয়োগ দিলে চাহিদা অনুযায়ী জনবল পূরণ করা হবে।

শরণখোলায় স্বাস্থ্য সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ বেডের হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ৩১ বেডের আদলে। এ ছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রশিক্ষিত ফার্মাসিস্টের অভাবে নার্স দিয়ে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। অচল হয়ে আছে এক্স-রে মেশিন। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ বেডের হাসপাতালটি কাগজে কলমে ৫০ বেডে উন্নীত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালটিতে মাত্র পাঁচজন ডাক্তারকে প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে। অন্যদিকে অপারেটর থাকা সত্ত্বেও দীর্ঘ ১৫ বছর ধরে অচল হয়ে পরে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। গত জানুয়ারি মাসে মেশিনটি সচল করা হলেও মাত্র সপ্তাহ খানিক পরে আবারও অচল হয়ে যায়।
অন্যদিকে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (শল্য), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) নিয়োগ নাই। এদিকে অ্যানেস্থেটিষ্ট গাইনোকলজিস্ট না থাকায় অস্ত্রোপচার কক্ষ বন্ধ প্রায় চার বছর ধরে।
হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় একটি বন্ধ রয়েছে।
হাসপাতালটিতে দুটি ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় একজন নার্স দিয়ে বহির্বিভাগের রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। এমনকি পরিচ্ছন্ন কর্মী না থাকায় পুরো হাসপাতাল অপরিষ্কার, ময়লায় ভরা সমস্ত ড্রেন এবং বাথরুম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, এ উপজেলায় ১৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে পাঁচজন ডাক্তার কর্মরত আছেন। জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এক্স-রে মেশিন মেরামতের জন্য ঢাকা থেকে খুব তাড়াতাড়ি টেকনিশিয়ান আসবে বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানান।
বাগেরহাট সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, সরকার নিয়োগ দিলে চাহিদা অনুযায়ী জনবল পূরণ করা হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে