ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

‘ডা. জাহাঙ্গীর হোসেনের চাহিদামত ৮০ হাজার টাকা খরচ করেও আমার স্ত্রী তাসলিমাকে বাঁচাতে পারলাম না। অপারেশন থিয়েটারে আমার স্ত্রীর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এরপর অপারেশন থিয়েটার থেকে তাসলিমাকে বের করে এনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ডা. জাহাঙ্গীর হোসেন।’
কান্না জড়িত কণ্ঠে আজ বৃহস্পতিবার সকালে এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলছিলেন ডুমুরিয়া উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আবুল কালাম গাজী।
তাসলিমা বেগমের আত্মীয়-স্বজনেরা জানান, গত ১৩ এপ্রিল পেটে যন্ত্রণা নিয়ে তাসলিমাকে (৩০) ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁর পেটে টিউমার রয়েছে বলে জানানো হয়। দ্রুত অপারেশন না করলে রোগীর মৃত্যু হতে পারে বলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত আফিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান ক্লিনিক মালিক কথিত ডাক্তার জাহাঙ্গীর হোসেন। সেখানে কয়েক দিন ভর্তি রেখে গত রোববার রাতে তাসলিমার অপারেশন করা হয়। অপারেশনের সময়ে রোগী প্রচণ্ড চিৎকার করতে থাকে। একপর্যায়ে রোগীকে বাইরে এনে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গত সোমবার রাতে মারা যায় তাসলিমা। তাসলিমার স্বামী কালাম ক্ষুদ্র ব্যবসায়ী। ধার দেনা করে ৮০ হাজার টাকা তিনি স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করেন। এ ঘটনা ধামাচাপা দিতে ক্লিনিক মালিক রোগীর স্বজনদের নানা রকম ভয়ভীতি দেখায়।
ক্লিনিক মালিক ও পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রোগীর সঠিক চিকিৎসা হয়েছে। অপারেশনের পর রোগীর শ্বাস কষ্ট দেখা দিলে আইসিইউতে রাখার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমার ক্লিনিকে আইসিইউ না থাকায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

‘ডা. জাহাঙ্গীর হোসেনের চাহিদামত ৮০ হাজার টাকা খরচ করেও আমার স্ত্রী তাসলিমাকে বাঁচাতে পারলাম না। অপারেশন থিয়েটারে আমার স্ত্রীর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এরপর অপারেশন থিয়েটার থেকে তাসলিমাকে বের করে এনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ডা. জাহাঙ্গীর হোসেন।’
কান্না জড়িত কণ্ঠে আজ বৃহস্পতিবার সকালে এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলছিলেন ডুমুরিয়া উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আবুল কালাম গাজী।
তাসলিমা বেগমের আত্মীয়-স্বজনেরা জানান, গত ১৩ এপ্রিল পেটে যন্ত্রণা নিয়ে তাসলিমাকে (৩০) ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁর পেটে টিউমার রয়েছে বলে জানানো হয়। দ্রুত অপারেশন না করলে রোগীর মৃত্যু হতে পারে বলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত আফিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান ক্লিনিক মালিক কথিত ডাক্তার জাহাঙ্গীর হোসেন। সেখানে কয়েক দিন ভর্তি রেখে গত রোববার রাতে তাসলিমার অপারেশন করা হয়। অপারেশনের সময়ে রোগী প্রচণ্ড চিৎকার করতে থাকে। একপর্যায়ে রোগীকে বাইরে এনে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গত সোমবার রাতে মারা যায় তাসলিমা। তাসলিমার স্বামী কালাম ক্ষুদ্র ব্যবসায়ী। ধার দেনা করে ৮০ হাজার টাকা তিনি স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করেন। এ ঘটনা ধামাচাপা দিতে ক্লিনিক মালিক রোগীর স্বজনদের নানা রকম ভয়ভীতি দেখায়।
ক্লিনিক মালিক ও পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রোগীর সঠিক চিকিৎসা হয়েছে। অপারেশনের পর রোগীর শ্বাস কষ্ট দেখা দিলে আইসিইউতে রাখার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমার ক্লিনিকে আইসিইউ না থাকায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩৩ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে