Ajker Patrika

কুষ্টিয়া কারাগারের গেট ভেঙে পালিয়েছেন প্রায় ২০ কারাবন্দী, নিয়ন্ত্রণে সেনাবাহিনী 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৭: ২৮
কুষ্টিয়া কারাগারের গেট ভেঙে পালিয়েছেন প্রায় ২০ কারাবন্দী, নিয়ন্ত্রণে সেনাবাহিনী 

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে কারাবন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছেন কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী জেলা কারাগারের নিয়ন্ত্রণ নেয়।

এ ঘটনায় কমপক্ষে পাঁচজন কারারক্ষী আহত হয়েছেন। আনুমানিক ২০ জন কারাবন্দী পালিয়েছেন বলে কারা কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানিয়েছে।

কুষ্টিয়ার জেল সুপার আবদুল বারেক আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে দুপুরের খাবার ও গণনা শেষ করে অফিসেই নামাজ আদায় করছিলাম। নামাজ শেষ করে উঠতেই হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত ৩০০ কয়েদি সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দীরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে আবারও ভেতরে ঢুকে যায়। তবে এই সুযোগে ১৫ থেকে ২০ জন কারাবন্দী পালিয়ে গেছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কারাবন্দীদের ঠেকাতে গিয়ে পাঁচজন কারারক্ষী আহত হয়েছেন। এ ছাড়া বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্রভান্ডার রক্ষিত আছে, কারাবন্দীরাও নিরাপদে আছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের দর্শনার্থী কক্ষে স্বজনেরা কারাবন্দীদের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে বেশ কিছু উচ্ছৃঙ্খল বন্দী কারারক্ষীদের মারধর শুরু করেন। এ সময় বাইরে থাকা বন্দীদের স্বজনেরাও চেঁচামেচি শুরু করেন।

একটি সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে থাকা কুষ্টিয়ার চাঞ্চল্যকর ১০ টুকরা হত্যা মামলার প্রধান আসামি সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া জেলা কারাগার থেকে বন্দী পালানোর খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা এদিকে কারাগারে গুলির শব্দ শুনে উৎসুক জনতা বাউন্ডারি গেটে জড়ো হয়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীরা তাদের বাধা দেয়। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত