কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে কারাবন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছেন কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী জেলা কারাগারের নিয়ন্ত্রণ নেয়।
এ ঘটনায় কমপক্ষে পাঁচজন কারারক্ষী আহত হয়েছেন। আনুমানিক ২০ জন কারাবন্দী পালিয়েছেন বলে কারা কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানিয়েছে।
কুষ্টিয়ার জেল সুপার আবদুল বারেক আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে দুপুরের খাবার ও গণনা শেষ করে অফিসেই নামাজ আদায় করছিলাম। নামাজ শেষ করে উঠতেই হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত ৩০০ কয়েদি সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দীরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে আবারও ভেতরে ঢুকে যায়। তবে এই সুযোগে ১৫ থেকে ২০ জন কারাবন্দী পালিয়ে গেছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘কারাবন্দীদের ঠেকাতে গিয়ে পাঁচজন কারারক্ষী আহত হয়েছেন। এ ছাড়া বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্রভান্ডার রক্ষিত আছে, কারাবন্দীরাও নিরাপদে আছেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের দর্শনার্থী কক্ষে স্বজনেরা কারাবন্দীদের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে বেশ কিছু উচ্ছৃঙ্খল বন্দী কারারক্ষীদের মারধর শুরু করেন। এ সময় বাইরে থাকা বন্দীদের স্বজনেরাও চেঁচামেচি শুরু করেন।
একটি সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে থাকা কুষ্টিয়ার চাঞ্চল্যকর ১০ টুকরা হত্যা মামলার প্রধান আসামি সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।
এদিকে কারাগারে গুলির শব্দ শুনে উৎসুক জনতা বাউন্ডারি গেটে জড়ো হয়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীরা তাদের বাধা দেয়। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে কারাবন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছেন কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী জেলা কারাগারের নিয়ন্ত্রণ নেয়।
এ ঘটনায় কমপক্ষে পাঁচজন কারারক্ষী আহত হয়েছেন। আনুমানিক ২০ জন কারাবন্দী পালিয়েছেন বলে কারা কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানিয়েছে।
কুষ্টিয়ার জেল সুপার আবদুল বারেক আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে দুপুরের খাবার ও গণনা শেষ করে অফিসেই নামাজ আদায় করছিলাম। নামাজ শেষ করে উঠতেই হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত ৩০০ কয়েদি সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দীরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে আবারও ভেতরে ঢুকে যায়। তবে এই সুযোগে ১৫ থেকে ২০ জন কারাবন্দী পালিয়ে গেছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘কারাবন্দীদের ঠেকাতে গিয়ে পাঁচজন কারারক্ষী আহত হয়েছেন। এ ছাড়া বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্রভান্ডার রক্ষিত আছে, কারাবন্দীরাও নিরাপদে আছেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের দর্শনার্থী কক্ষে স্বজনেরা কারাবন্দীদের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে বেশ কিছু উচ্ছৃঙ্খল বন্দী কারারক্ষীদের মারধর শুরু করেন। এ সময় বাইরে থাকা বন্দীদের স্বজনেরাও চেঁচামেচি শুরু করেন।
একটি সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে থাকা কুষ্টিয়ার চাঞ্চল্যকর ১০ টুকরা হত্যা মামলার প্রধান আসামি সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।
এদিকে কারাগারে গুলির শব্দ শুনে উৎসুক জনতা বাউন্ডারি গেটে জড়ো হয়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীরা তাদের বাধা দেয়। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে