Ajker Patrika

কয়রায় মুন্ডা নারী ধর্ষণ মামলায় ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫: ২৯
কয়রায় মুন্ডা নারী ধর্ষণ মামলায় ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুলনার কয়রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (মুন্ডা) নারী ধর্ষণ মামলায় আটক চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল ইসলাম এ আদেশ দেন। 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন ২ নম্বর কয়রা গ্রামের ওমর সাদিক (২৬), ইমরান হোসেন (২৭), শাহ আলম (২১) এবং ৪ নম্বর কয়রা গ্রামের জোবায়ের হোসেন (২৫)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইব্রাহীম আলী বলেন, কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছুটিতে থাকায় আসামিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের এক মুন্ডা নারীকে ভয়ভীতি দেখিয়ে ছয়জন সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত