নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে

ইভিএমকে ‘বাটপারির মেশিন’ বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেছেন, ‘এক মার্কায় চাপ দিলে আরেক মার্কায় ভোট চলে যায়। ইভিএম হচ্ছে বাটপারির মেশিন, ওটাতে সব সাজানো ছিল। স্মার্ট কারচুপির হাতিয়ার।’
আজ সোমবার রাত ৮টার দিকে খুলনা মহানগরীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল অভিযোগ করেন, ‘খুলনা সিটির ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের একজন ভোটার হাতপাখায় চাপ দিলেও ভোট নৌকায় চলে গেছে। অভিযোগ পেয়ে আমরা ওই কেন্দ্রে গেছি, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। প্রিসাইডিং অফিসার আনোয়ারুল কবির বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবি জানিয়ে হাতপাখার প্রার্থী বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে ন্যক্কারজনক ঘটনার জন্য অথর্ব সিইসি দায়ী। এই জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। এই সিইসি সরকারের পা–চাটা গোলাম। আমরা মনে করেছি, সরকার জাতিকে ভালো নির্বাচন উপহার দেবে। কিন্তু অত্যন্ত ন্যক্কারজনকভাবে নির্বাচনকে কলঙ্কিত করেছে। আপনারা জানেন, বরিশালে আমাদের প্রার্থীকে আহত করেছে। অযোগ্য সিইসি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
খুলনা ও বরিশালে ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও হাতপাখার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

ইভিএমকে ‘বাটপারির মেশিন’ বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেছেন, ‘এক মার্কায় চাপ দিলে আরেক মার্কায় ভোট চলে যায়। ইভিএম হচ্ছে বাটপারির মেশিন, ওটাতে সব সাজানো ছিল। স্মার্ট কারচুপির হাতিয়ার।’
আজ সোমবার রাত ৮টার দিকে খুলনা মহানগরীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল অভিযোগ করেন, ‘খুলনা সিটির ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের একজন ভোটার হাতপাখায় চাপ দিলেও ভোট নৌকায় চলে গেছে। অভিযোগ পেয়ে আমরা ওই কেন্দ্রে গেছি, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। প্রিসাইডিং অফিসার আনোয়ারুল কবির বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবি জানিয়ে হাতপাখার প্রার্থী বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে ন্যক্কারজনক ঘটনার জন্য অথর্ব সিইসি দায়ী। এই জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। এই সিইসি সরকারের পা–চাটা গোলাম। আমরা মনে করেছি, সরকার জাতিকে ভালো নির্বাচন উপহার দেবে। কিন্তু অত্যন্ত ন্যক্কারজনকভাবে নির্বাচনকে কলঙ্কিত করেছে। আপনারা জানেন, বরিশালে আমাদের প্রার্থীকে আহত করেছে। অযোগ্য সিইসি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
খুলনা ও বরিশালে ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও হাতপাখার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে