খুলনা প্রতিনিধি

খুলনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা শেখ মুজিবুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা শেখ কুতুব উদ্দিনের (৩০) বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হন নিহতের স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
নিহত শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাসার এলাকাবাসীর সূত্রে জানান, শেখ মুজিবুরের সঙ্গে তাঁর ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুব উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কুতুব উদ্দিন ধারালো হাঁসুয়া দিয়ে চাচা মুজিবরকে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় ঠেকাতে গেলে তিনি চাচি পুষ্প শেখ ও চাচাতো ভাই হাফেজ শেখ মিরাজকেও কুপিয়ে জখম করেন।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ধারালো হাঁসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে মুজিবের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা মুজিবুর নিহত হওয়ার পাশাপাশি দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হত্যাকারীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

খুলনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা শেখ মুজিবুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা শেখ কুতুব উদ্দিনের (৩০) বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হন নিহতের স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
নিহত শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাসার এলাকাবাসীর সূত্রে জানান, শেখ মুজিবুরের সঙ্গে তাঁর ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুব উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কুতুব উদ্দিন ধারালো হাঁসুয়া দিয়ে চাচা মুজিবরকে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় ঠেকাতে গেলে তিনি চাচি পুষ্প শেখ ও চাচাতো ভাই হাফেজ শেখ মিরাজকেও কুপিয়ে জখম করেন।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ধারালো হাঁসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে মুজিবের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা মুজিবুর নিহত হওয়ার পাশাপাশি দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হত্যাকারীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে