খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ১২ জন শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও সাবেক ডিনদের বিদায় অনুষ্ঠান জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ করছি।’
জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. সানজিতা নাহার, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. আনিকা খাতুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার।
আরও আছেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায়, ফার্মেসি ডিসিপ্লিনের মোছা. রেহেনা আক্তার ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার।
২০২০-২১ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান, ফার্মেসি ডিসিপ্লিনের শাহানাজ পারভীন ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ।
জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ১২ জন শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও সাবেক ডিনদের বিদায় অনুষ্ঠান জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ করছি।’
জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. সানজিতা নাহার, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. আনিকা খাতুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার।
আরও আছেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায়, ফার্মেসি ডিসিপ্লিনের মোছা. রেহেনা আক্তার ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার।
২০২০-২১ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান, ফার্মেসি ডিসিপ্লিনের শাহানাজ পারভীন ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ।
জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে