Ajker Patrika

খুবিতে জীববিজ্ঞানের ১২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

খুবি প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২১: ০৮
খুবিতে জীববিজ্ঞানের ১২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ১২ জন শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও সাবেক ডিনদের বিদায় অনুষ্ঠান জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ করছি।’

জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. সানজিতা নাহার, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. আনিকা খাতুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার।

আরও আছেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায়, ফার্মেসি ডিসিপ্লিনের মোছা. রেহেনা আক্তার ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার।

২০২০-২১ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান, ফার্মেসি ডিসিপ্লিনের শাহানাজ পারভীন ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ।

জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত