খুলনা প্রতিনিধি

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারধর, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। এ মামলায় আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ ও সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই চারজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, ওই চারজন ডিবি পরিচয়ে বাড়িতে ঢোকেন। এরপর নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন, ‘তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে ২ লাখ টাকা দিতে হবে।’ সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া সোনার কানের দুল, একটি সোনার আংটি, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। এ সময় সুমন ঢালির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই শাহাদাত হোসেন বলেন, আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারধর, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। এ মামলায় আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ ও সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই চারজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, ওই চারজন ডিবি পরিচয়ে বাড়িতে ঢোকেন। এরপর নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন, ‘তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে ২ লাখ টাকা দিতে হবে।’ সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া সোনার কানের দুল, একটি সোনার আংটি, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। এ সময় সুমন ঢালির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই শাহাদাত হোসেন বলেন, আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে