মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক কলেজশিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ শনিবার ভুক্তভোগীর ছাত্রীদের অভিভাবকেরা কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। পরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজের অধ্যক্ষ তাঁর নিজ কার্যালয়ে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের নিয়ে মুখোমুখি করে অভিযোগ সম্পর্কে শোনেন।
অভিযুক্ত শিক্ষকের নাম অর্জুন নাথ। তিনি গুইমারা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক। ভুক্তভোগীরা ওই কলেজের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামের এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাস শেষে ওই ছাত্রীরা একসঙ্গে গ্রুপ স্টাডি করছিলেন। এই সময় প্রভাষক অর্জুন নাথ ৭ মার্চ রচনা প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে ঘোষণা শেষে ফেরার সময় ওই দুই ছাত্রীকে নানাভাবে শ্লীলতাহানি করেন। ছাত্রীরা তাৎক্ষণিক কোনো প্রতিবাদ না করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তাঁরা পরিবারকে সব ঘটনা বলেন। পরে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীর অভিভাবকেরা। এ সময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের জেরার মুখে অভিযুক্ত প্রভাষক অর্জুন নাথ ওই ছাত্রীর শরীরে হাত দেওয়া ও অশালীন কথা বলার কথা স্বীকার করেন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, গুইমারা সরকারি কলেজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তবে প্রভাষক অর্জুন নাথ সকল দোষ স্বীকার করেছেন। এমন ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন সকল শিক্ষার্থীদের সামনে। এর পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রভাষক অর্জুন নাথকে সাময়িক ভাবে ১ মাসের জন্য কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যেই জীববিজ্ঞানের নতুন প্রভাষক নিয়োগ দেবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমি আমার মেয়ের শ্লীলতাহানির বিচার চাই। একজন শিক্ষক এত বড় ন্যক্কারজনক কাজ করতে পারেন এটা অবিশ্বাস্য। আমাদের মেয়েদের নিরাপত্তার ও ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।’
শুক্রবার অভিযুক্ত শিক্ষক অর্জুন নাথের কাছে সাংবাদিকেরা বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে অভিযোগটি সত্য নয় বলে জানান। আজ শনিবার শিক্ষার্থী ও শিক্ষকদের জেরার মুখে বলেন, ‘আমি ওদের মজা করে থাপ্পড় দিয়েছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক কলেজশিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ শনিবার ভুক্তভোগীর ছাত্রীদের অভিভাবকেরা কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। পরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজের অধ্যক্ষ তাঁর নিজ কার্যালয়ে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের নিয়ে মুখোমুখি করে অভিযোগ সম্পর্কে শোনেন।
অভিযুক্ত শিক্ষকের নাম অর্জুন নাথ। তিনি গুইমারা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক। ভুক্তভোগীরা ওই কলেজের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামের এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাস শেষে ওই ছাত্রীরা একসঙ্গে গ্রুপ স্টাডি করছিলেন। এই সময় প্রভাষক অর্জুন নাথ ৭ মার্চ রচনা প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে ঘোষণা শেষে ফেরার সময় ওই দুই ছাত্রীকে নানাভাবে শ্লীলতাহানি করেন। ছাত্রীরা তাৎক্ষণিক কোনো প্রতিবাদ না করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তাঁরা পরিবারকে সব ঘটনা বলেন। পরে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীর অভিভাবকেরা। এ সময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের জেরার মুখে অভিযুক্ত প্রভাষক অর্জুন নাথ ওই ছাত্রীর শরীরে হাত দেওয়া ও অশালীন কথা বলার কথা স্বীকার করেন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, গুইমারা সরকারি কলেজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তবে প্রভাষক অর্জুন নাথ সকল দোষ স্বীকার করেছেন। এমন ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন সকল শিক্ষার্থীদের সামনে। এর পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রভাষক অর্জুন নাথকে সাময়িক ভাবে ১ মাসের জন্য কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যেই জীববিজ্ঞানের নতুন প্রভাষক নিয়োগ দেবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমি আমার মেয়ের শ্লীলতাহানির বিচার চাই। একজন শিক্ষক এত বড় ন্যক্কারজনক কাজ করতে পারেন এটা অবিশ্বাস্য। আমাদের মেয়েদের নিরাপত্তার ও ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।’
শুক্রবার অভিযুক্ত শিক্ষক অর্জুন নাথের কাছে সাংবাদিকেরা বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে অভিযোগটি সত্য নয় বলে জানান। আজ শনিবার শিক্ষার্থী ও শিক্ষকদের জেরার মুখে বলেন, ‘আমি ওদের মজা করে থাপ্পড় দিয়েছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে