মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

স্কুল সরকারি হলেও বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। সংসার চালাতে দিনমজুরের কাজ করতে হচ্ছে তাঁদের। এভাবে বেতন না পেয়ে মানবেতর জীবন পার করছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
তাইন্দং ইউনিয়ন থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে এই বিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় পাঁচ বছর ধরে বেতন পাচ্ছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তিন ধাপে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি পোড়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই সময়ে জাতীয়করণ হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ ঘোষণা হওয়ার পর থেকে বেতন পাচ্ছেন না শিক্ষকেরা।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। এ সময় তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ঘোষণা হওয়ার আগে একটি বেসরকারি সংস্থা অর্থায়ন করত। কিন্তু সরকারি ঘোষণা হওয়ার পর থেকে তারা অর্থায়ন বন্ধ করে দেয়। এরপর থেকে নিজেদের অর্থায়নে বিদ্যালয়টি চালানো হতো। কিন্তু এখন শুধু স্কুল নয়, নিজেদের পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা।
পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন বিকাশ ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয়ের চারজন শিক্ষকই সপ্তাহে দুই দিন করে দিনমজুরের কাজ করি। এতে কোনো রকমে সংসার চলে। বেতন না পেয়ে এভাবে কত দিন চলা যায়? শিক্ষক হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা অন্যদের কাছে বলতেও সংকোচবোধ হয়।
সহকারী শিক্ষক কণ্ঠিকুমার ত্রিপুরা বলেন, স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধার করে অনেক ঋণের চাপে পড়ে গেছেন। বছরের পর বছর বেতন-ভাতা না পাওয়ায় এভাবেই মানবেতর জীবন যাপন করতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ২০২০ সালের ২৬ আগস্ট পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের সব কাজ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তাই এখনো শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। সরকার যদি দ্রুত গেজেট প্রকাশ করে, তাহলে শিক্ষকেরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাবে। বিদ্যালয়টি পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

স্কুল সরকারি হলেও বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। সংসার চালাতে দিনমজুরের কাজ করতে হচ্ছে তাঁদের। এভাবে বেতন না পেয়ে মানবেতর জীবন পার করছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
তাইন্দং ইউনিয়ন থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে এই বিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় পাঁচ বছর ধরে বেতন পাচ্ছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তিন ধাপে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি পোড়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই সময়ে জাতীয়করণ হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ ঘোষণা হওয়ার পর থেকে বেতন পাচ্ছেন না শিক্ষকেরা।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। এ সময় তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ঘোষণা হওয়ার আগে একটি বেসরকারি সংস্থা অর্থায়ন করত। কিন্তু সরকারি ঘোষণা হওয়ার পর থেকে তারা অর্থায়ন বন্ধ করে দেয়। এরপর থেকে নিজেদের অর্থায়নে বিদ্যালয়টি চালানো হতো। কিন্তু এখন শুধু স্কুল নয়, নিজেদের পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা।
পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন বিকাশ ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয়ের চারজন শিক্ষকই সপ্তাহে দুই দিন করে দিনমজুরের কাজ করি। এতে কোনো রকমে সংসার চলে। বেতন না পেয়ে এভাবে কত দিন চলা যায়? শিক্ষক হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা অন্যদের কাছে বলতেও সংকোচবোধ হয়।
সহকারী শিক্ষক কণ্ঠিকুমার ত্রিপুরা বলেন, স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধার করে অনেক ঋণের চাপে পড়ে গেছেন। বছরের পর বছর বেতন-ভাতা না পাওয়ায় এভাবেই মানবেতর জীবন যাপন করতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ২০২০ সালের ২৬ আগস্ট পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের সব কাজ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তাই এখনো শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। সরকার যদি দ্রুত গেজেট প্রকাশ করে, তাহলে শিক্ষকেরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাবে। বিদ্যালয়টি পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৩৪ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে