রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ৭৪ বোতল ফেনসিডিলসহ সাজ্জাদ হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির উত্তরে বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাঁকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক পুলিশ সদস্য কনস্টেবল সাজ্জাদ হোসেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে। আটকের পর তিনি রামগড় থানায় কর্মরত আছেন বলে পুলিশকে জানিয়েছেন।
বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তাঁর কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাঁকে পরিষদে হস্তান্তর করলে থানায় খবর দেওয়া হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানা যাবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ গতকাল রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিশিয়ালি তিনি কিছু জানেন না।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রামগড় থানার পুলিশ সদস্য আশরাফুল হাসান তানভীরসহ তিনজনকে আটক করে চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রামের ফটিকছড়িতে ৭৪ বোতল ফেনসিডিলসহ সাজ্জাদ হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির উত্তরে বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাঁকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক পুলিশ সদস্য কনস্টেবল সাজ্জাদ হোসেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে। আটকের পর তিনি রামগড় থানায় কর্মরত আছেন বলে পুলিশকে জানিয়েছেন।
বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তাঁর কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাঁকে পরিষদে হস্তান্তর করলে থানায় খবর দেওয়া হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানা যাবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ গতকাল রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিশিয়ালি তিনি কিছু জানেন না।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রামগড় থানার পুলিশ সদস্য আশরাফুল হাসান তানভীরসহ তিনজনকে আটক করে চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশ।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
ফরিদপুরে এক রাতে দুই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলায় মহাসড়কের পাশের একটি পেট্রলপাম্পে ঢোকে ১১ সদস্যের ডাকাত দল। মাত্র ৫ মিনিটে কর্মচারীদের বেঁধে রেখে প্রায় ২ লাখ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অন্যদিকে একই রাতে বোয়ালমারী উপজেলার
২৮ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
৩৪ মিনিট আগে