ঝিনাইদহ প্রতিনিধি

ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’

ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে