ঝিনাইদহ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও পরিকল্পনার দায়ে সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় আলাউদ্দিনকে মোট ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার ইশতিয়াক হোসাইন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেনি র্যাব।
র্যাবের ক্যাম্প কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়। সেই মামলায় বিচারকাজ শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিজ্ঞ আদালত ওই হামলায় জড়িত আলাউদ্দিনসহ ৪৮ আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেন। এতে পৃথক তিন মামলায় মোট ১৬ বছরের সাজা হয় আলাউদ্দিনের।
তিনি আরও জানান, আসামি আলাউদ্দিন সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেন। এতে অনেক নেতা-কর্মী আহত হন।
র্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসেন বলেন, সাজা হওয়ার পর থেকেই আলাউদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার মোহাম্মদপুরে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও পরিকল্পনার দায়ে সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় আলাউদ্দিনকে মোট ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার ইশতিয়াক হোসাইন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেনি র্যাব।
র্যাবের ক্যাম্প কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়। সেই মামলায় বিচারকাজ শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিজ্ঞ আদালত ওই হামলায় জড়িত আলাউদ্দিনসহ ৪৮ আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেন। এতে পৃথক তিন মামলায় মোট ১৬ বছরের সাজা হয় আলাউদ্দিনের।
তিনি আরও জানান, আসামি আলাউদ্দিন সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেন। এতে অনেক নেতা-কর্মী আহত হন।
র্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসেন বলেন, সাজা হওয়ার পর থেকেই আলাউদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার মোহাম্মদপুরে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে