ঝালকাঠি প্রতিনিধি

মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।
এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।
মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন।
এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর।
এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি।
জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন।

মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।
এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।
মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন।
এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর।
এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি।
জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে