ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলো ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)।
এদিকে মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায় চিকিৎসকেরা।
মেলায় থাকা প্রত্যক্ষদর্শী শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন ও মাইনুল ইসলাম জানান, মেলার মাঠে চলতে থাকা নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। এ সময় ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে আহত হন তিনজন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, নাগরদোলা থেকে ছিটকে পড়া তিনজনের অবস্থায় গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশালে পাঠিয়েছি।
এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধারকাজে বা হাসপাতালে আসেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ও সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
জানা গেছে, খুলনার চামেলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলো ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)।
এদিকে মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায় চিকিৎসকেরা।
মেলায় থাকা প্রত্যক্ষদর্শী শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন ও মাইনুল ইসলাম জানান, মেলার মাঠে চলতে থাকা নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। এ সময় ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে আহত হন তিনজন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, নাগরদোলা থেকে ছিটকে পড়া তিনজনের অবস্থায় গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশালে পাঠিয়েছি।
এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধারকাজে বা হাসপাতালে আসেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ও সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
জানা গেছে, খুলনার চামেলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১১ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১৭ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে