
যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে।
যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন।
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে।

যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে।
যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন।
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১১ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
৪৩ মিনিট আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে