চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনার বিশ্বাস এবং পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশারত হোসেন বিশের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
দুই ইউপি সদস্যের আলাদা দুটি রিট পিটিশনের (নম্বর-২৮৪৬ ও ২৮৪৭) শুনানি শেষে গত ২২ আগস্ট ও ১৫ জুলাই আলাদা আদেশে হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেওয়া হয়।
আদালত ২২ আগস্ট আনার বিশ্বাস এবং ১৫ জুলাই বিশারত হোসেন বিশের সাময়িক বহিষ্কারাদেশ আগামী ৬ মাসের জন্য অথবা একটি নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত স্থগিত করেন। এরপর ১৩ সেপ্টেম্বর তাঁরা আদালতের লিখিত আদেশের কপি পেয়েছেন।
আদালতে দুই ইউপি সদস্যের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উজ্জল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) ফারহানা পারভীন বিথি, কালিপদ মৃধা ও মো. রেজাউল হক।
এর আগে তাঁদের বিরুদ্ধে স্থানীয়দের আনা দুর্নীতির অভিযোগ তদন্তের পর আনার হোসেনকে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এবং বিশারত হোসেন বিশেকে ২০২০ সালের ১০ ডিসেম্বর সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার তাঁরা আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনার বিশ্বাস এবং পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশারত হোসেন বিশের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
দুই ইউপি সদস্যের আলাদা দুটি রিট পিটিশনের (নম্বর-২৮৪৬ ও ২৮৪৭) শুনানি শেষে গত ২২ আগস্ট ও ১৫ জুলাই আলাদা আদেশে হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেওয়া হয়।
আদালত ২২ আগস্ট আনার বিশ্বাস এবং ১৫ জুলাই বিশারত হোসেন বিশের সাময়িক বহিষ্কারাদেশ আগামী ৬ মাসের জন্য অথবা একটি নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত স্থগিত করেন। এরপর ১৩ সেপ্টেম্বর তাঁরা আদালতের লিখিত আদেশের কপি পেয়েছেন।
আদালতে দুই ইউপি সদস্যের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উজ্জল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) ফারহানা পারভীন বিথি, কালিপদ মৃধা ও মো. রেজাউল হক।
এর আগে তাঁদের বিরুদ্ধে স্থানীয়দের আনা দুর্নীতির অভিযোগ তদন্তের পর আনার হোসেনকে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এবং বিশারত হোসেন বিশেকে ২০২০ সালের ১০ ডিসেম্বর সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার তাঁরা আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে