
৫ বছর আগে ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে কাজে যোগদান করেন মনিরামপুরের গাওসুল আজম (২৪)। তাঁর বর্তমান কর্মস্থল বাগেরহাটের মোরেলগঞ্জ। সম্প্রতি ৬ মাসের ডেপুটেশনে যোগ দেন চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে। গত শনিবার সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে রয়েছেন গাওসুল আজম।
আহত গাওসুল আজম যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে। সিয়াম নামে ৬ মাসের ছেলে সন্তান আছে তাঁর।
জানা যায়, গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনে সহকর্মীদের সঙ্গে সেখানে যান গাওসুল। সেখানে তাঁর গাড়িতেই আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে সহকর্মীরা মারা গেলেও প্রাণে বেঁচে যান গাওসুল। জীবন রক্ষা পেলেও ৭০ ভাগ শরীর অগ্নিদগ্ধ হওয়ায় ওই দিন রাতেই তাঁকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
অগ্নিদগ্ধ অবস্থায় গাওসুলকে হাসপাতালে ভর্তি করানো হলেও ওই দিন রাতে এ খবর পাননি তাঁর পরিবারের লোকজন। পরদিন রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিস কার্যালয় থেকে মোবাইল ফোনে তাঁর পরিবারকে এ খবর দেওয়া হয়। খবর পেয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ছুটে যান তাঁর বাবা আজগার আলী, ভগ্নিপতি মিজানুর রহমানসহ স্বজনেরা।
গাওসুলের মা আসিয়া বেগম বলেন, ‘আমার বাবাকে আল্লাহ তুমি আমার কাছে সুস্থ করে ফিরিয়ে দাও। তোমার কাছে ছেলেরে ভিক্ষা চাই।’
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে ভগ্নিপতি মিজানুর রহমান বলেন, গাওসুল আজম লাইফ সাপোর্টে আছেন। তাঁর অবস্থার একটু উন্নতি হয়েছে।

৫ বছর আগে ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে কাজে যোগদান করেন মনিরামপুরের গাওসুল আজম (২৪)। তাঁর বর্তমান কর্মস্থল বাগেরহাটের মোরেলগঞ্জ। সম্প্রতি ৬ মাসের ডেপুটেশনে যোগ দেন চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে। গত শনিবার সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে রয়েছেন গাওসুল আজম।
আহত গাওসুল আজম যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে। সিয়াম নামে ৬ মাসের ছেলে সন্তান আছে তাঁর।
জানা যায়, গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনে সহকর্মীদের সঙ্গে সেখানে যান গাওসুল। সেখানে তাঁর গাড়িতেই আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে সহকর্মীরা মারা গেলেও প্রাণে বেঁচে যান গাওসুল। জীবন রক্ষা পেলেও ৭০ ভাগ শরীর অগ্নিদগ্ধ হওয়ায় ওই দিন রাতেই তাঁকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
অগ্নিদগ্ধ অবস্থায় গাওসুলকে হাসপাতালে ভর্তি করানো হলেও ওই দিন রাতে এ খবর পাননি তাঁর পরিবারের লোকজন। পরদিন রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিস কার্যালয় থেকে মোবাইল ফোনে তাঁর পরিবারকে এ খবর দেওয়া হয়। খবর পেয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ছুটে যান তাঁর বাবা আজগার আলী, ভগ্নিপতি মিজানুর রহমানসহ স্বজনেরা।
গাওসুলের মা আসিয়া বেগম বলেন, ‘আমার বাবাকে আল্লাহ তুমি আমার কাছে সুস্থ করে ফিরিয়ে দাও। তোমার কাছে ছেলেরে ভিক্ষা চাই।’
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে ভগ্নিপতি মিজানুর রহমান বলেন, গাওসুল আজম লাইফ সাপোর্টে আছেন। তাঁর অবস্থার একটু উন্নতি হয়েছে।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৩ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৩৯ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে