যশোর প্রতিনিধি

খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি।
মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছু দূর যেতেই শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতুসহ জেলা ও আট উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বাধার দেওয়ার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ বাধা দিলে বিএনপি কর্মসূচি করতে পারে নাকি।’

খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি।
মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছু দূর যেতেই শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতুসহ জেলা ও আট উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বাধার দেওয়ার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ বাধা দিলে বিএনপি কর্মসূচি করতে পারে নাকি।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে