চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার মদদুইনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮)।
জানা গেছে, দুজনের বাড়িই যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে। নিহত শাহিনুর সাহেব আলীর ছেলে এবং সাগর বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তাঁরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না।
উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘শাহিনুর ও সাগর চৌগাছা-বিদ্যাধরপুর সড়ক ধরে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে (ঝিনাইদহ ল-১২-০৫৩৭) করে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুরের বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিল। পথে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে জনৈক ফারুকের বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহিনের মৃত্যু হয়। আরোহী সাগরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম কুমার বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।’
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে সুরাহতল প্রতিবেদন সম্পন্ন করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যশোরের চৌগাছা উপজেলার মদদুইনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮)।
জানা গেছে, দুজনের বাড়িই যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে। নিহত শাহিনুর সাহেব আলীর ছেলে এবং সাগর বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তাঁরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না।
উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘শাহিনুর ও সাগর চৌগাছা-বিদ্যাধরপুর সড়ক ধরে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে (ঝিনাইদহ ল-১২-০৫৩৭) করে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুরের বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিল। পথে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে জনৈক ফারুকের বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহিনের মৃত্যু হয়। আরোহী সাগরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম কুমার বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।’
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে সুরাহতল প্রতিবেদন সম্পন্ন করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে