অভয়নগর (যশোর) প্রতিনিধি

রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট। যশোর-৪ আসনে ইতিমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন।
যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া ও সদর উপজেলার একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। মূলত তাঁকে ঘিরে ভোটের মাঠের প্রচার জমে ওঠে। এ ছাড়া মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী।
তাঁরা হলেন–স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। এদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মোট চার লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে দুই লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার।

রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট। যশোর-৪ আসনে ইতিমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন।
যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া ও সদর উপজেলার একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। মূলত তাঁকে ঘিরে ভোটের মাঠের প্রচার জমে ওঠে। এ ছাড়া মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী।
তাঁরা হলেন–স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। এদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মোট চার লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে দুই লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে