
শ্রেণিকক্ষে ঢুকে যশোরের মনিরামপুরে শিক্ষিকাকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির করলে বিচারক মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করে ভুল স্বীকার করেন মিজানুর রহমান। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তিনি মনিরামপুর শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি।
মনিরামপুর থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী রোববার জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুর্গাপুর সরকারি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে দুষ্টামি করায় শিক্ষিকা ছালিমা আক্তার শাসন করেন। এরপর রাকিবুল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। পরে স্কুলে এসে ওই শিক্ষিকাকে মারধর করেন তার বাবা যুবলীগ নেতা মিজানুর রহমান। একপর্যায়ে শিক্ষিকার চুল ধরে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে যান মিজানুর। তখন অন্য শিক্ষকেরা এসে মিজানকে থামান।
শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে। শাসন করার ঘটনা সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন তার বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় আমি একটি কক্ষে পাঠদান করছিলাম। মিজান এসে শিক্ষার্থীদের সামনে আমাকে কিল ঘুষি মারতে থাকে। পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মিজানের হাত থেকে ছাড়া পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে এসে থানায় মামলা দিয়েছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, ‘স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে ‘বাপ’ তুলে কথা বলেন শিক্ষিকা ছালিমা আক্তার। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারধর করেন। শিক্ষিকা ও মিজানুরের বাড়ি পাশাপাশি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, শিক্ষিকাকে মারধরের ঘটনার মামলায় মিজানুর রহমানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

শ্রেণিকক্ষে ঢুকে যশোরের মনিরামপুরে শিক্ষিকাকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির করলে বিচারক মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করে ভুল স্বীকার করেন মিজানুর রহমান। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তিনি মনিরামপুর শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি।
মনিরামপুর থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী রোববার জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুর্গাপুর সরকারি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে দুষ্টামি করায় শিক্ষিকা ছালিমা আক্তার শাসন করেন। এরপর রাকিবুল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। পরে স্কুলে এসে ওই শিক্ষিকাকে মারধর করেন তার বাবা যুবলীগ নেতা মিজানুর রহমান। একপর্যায়ে শিক্ষিকার চুল ধরে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে যান মিজানুর। তখন অন্য শিক্ষকেরা এসে মিজানকে থামান।
শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে। শাসন করার ঘটনা সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন তার বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় আমি একটি কক্ষে পাঠদান করছিলাম। মিজান এসে শিক্ষার্থীদের সামনে আমাকে কিল ঘুষি মারতে থাকে। পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মিজানের হাত থেকে ছাড়া পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে এসে থানায় মামলা দিয়েছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, ‘স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে ‘বাপ’ তুলে কথা বলেন শিক্ষিকা ছালিমা আক্তার। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারধর করেন। শিক্ষিকা ও মিজানুরের বাড়ি পাশাপাশি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, শিক্ষিকাকে মারধরের ঘটনার মামলায় মিজানুর রহমানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে