
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় সপ্তাহে তিন দিন সিজারিয়ান অপারেশন হতো। গেল দুই বছর ধরে সেটাও হয়নি ঠিকঠাক। করোনার মধ্যে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। হাসপাতালে অ্যানেসথেসিয়া ও গাইনি চিকিৎসক না থাকায় একপ্রকার বন্ধই ছিল নিয়মিত সিজার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অন্য হাসপাতাল থেকে চিকিৎসক ধার করে এনে এ হাসপাতালে সপ্তাহে দুই দিন সিজার কার্যক্রম চলমান ছিল।
দুমাস আগে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ফারহানা শবনমকে সপ্তাহে তিন দিন দায়িত্ব দিয়ে এ হাসপাতালে পাঠান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। তখন থেকে সপ্তাহে দুই দিন নিয়মিত মনিরামপুর হাসপাতালে সিজার চালু হয়। হঠাৎ করে গত ৮ নভেম্বর থেকে আবার সিজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এ হাসপাতালে। গত দুই সপ্তাহে এখানে কোনো সিজার হয়নি। ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বাধ্য হয়ে তাঁদের বেসরকারি ক্লিনিক অথবা যশোর সদর হাসপাতালে ছুটতে হচ্ছে।
জানা গেছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনম ছুটি নিয়ে দেশের বাইরে গেছেন। এ কারণেই মনিরামপুর হাসপাতালে বর্তমানে সিজার বন্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনমের স্বামী অসুস্থ। তিনি চিকিৎসা নিতে ভারত গেছেন। ডা. শবনম ছুটি নিয়ে স্বামীর সঙ্গে গেছেন। তবে তিনি কবে ফিরবেন সেটি নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে নয়টি সিজার অপারেশন হয়েছে। ৮ নভেম্বরের পর থেকে সিজার বন্ধ।
উপজেলার মাহমুদকাটি গ্রামের হাসান আলী বলেন, ‘কয়দিন আগে আমার স্ত্রীর সিজার করাব বলে মনিরামপুর হাসপাতালে যাই। নার্সরা বলল হাসপাতালে সিজার বন্ধ। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে সিজার করাইছি।’
হাসান বলেন, ‘জেলা শহরে নিয়ে সিজার করানোর খরচ বেশি। যাওয়া আসা সমস্যা। মনিরামপুরে করাতে পারলে ভালো হতো।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘কেশবপুর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারহানা শবনম তিন দিন এখানে আসতেন। তিনি দুদিন সিজার করতেন। একদিন রোগী দেখতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে ভারতে গেছেন। এ কারণে আপাতত সিজার বন্ধ আছে।’
তিনি বলেন, ‘অন্য হাসপাতাল থেকে গাইনি চিকিৎসক আনার সুযোগ নেই। ঝিকরগাছা ও অভয়নগরে যারা আছেন তাঁরা তিন দিন করে শার্শা ও বাঘারপাড়া হাসপাতালে ডিউটি করেন।’
ওই চিকিৎসক কবে দেশে ফিরবেন জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, ‘ফারহানা শবনম কবে আসবেন তা সঠিক বলা যাচ্ছে না। তিনি এলে আবার মনিরামপুরে সিজার চালু হবে।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসময় সপ্তাহে তিন দিন সিজারিয়ান অপারেশন হতো। গেল দুই বছর ধরে সেটাও হয়নি ঠিকঠাক। করোনার মধ্যে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। হাসপাতালে অ্যানেসথেসিয়া ও গাইনি চিকিৎসক না থাকায় একপ্রকার বন্ধই ছিল নিয়মিত সিজার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অন্য হাসপাতাল থেকে চিকিৎসক ধার করে এনে এ হাসপাতালে সপ্তাহে দুই দিন সিজার কার্যক্রম চলমান ছিল।
দুমাস আগে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ফারহানা শবনমকে সপ্তাহে তিন দিন দায়িত্ব দিয়ে এ হাসপাতালে পাঠান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। তখন থেকে সপ্তাহে দুই দিন নিয়মিত মনিরামপুর হাসপাতালে সিজার চালু হয়। হঠাৎ করে গত ৮ নভেম্বর থেকে আবার সিজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এ হাসপাতালে। গত দুই সপ্তাহে এখানে কোনো সিজার হয়নি। ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বাধ্য হয়ে তাঁদের বেসরকারি ক্লিনিক অথবা যশোর সদর হাসপাতালে ছুটতে হচ্ছে।
জানা গেছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনম ছুটি নিয়ে দেশের বাইরে গেছেন। এ কারণেই মনিরামপুর হাসপাতালে বর্তমানে সিজার বন্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনমের স্বামী অসুস্থ। তিনি চিকিৎসা নিতে ভারত গেছেন। ডা. শবনম ছুটি নিয়ে স্বামীর সঙ্গে গেছেন। তবে তিনি কবে ফিরবেন সেটি নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে নয়টি সিজার অপারেশন হয়েছে। ৮ নভেম্বরের পর থেকে সিজার বন্ধ।
উপজেলার মাহমুদকাটি গ্রামের হাসান আলী বলেন, ‘কয়দিন আগে আমার স্ত্রীর সিজার করাব বলে মনিরামপুর হাসপাতালে যাই। নার্সরা বলল হাসপাতালে সিজার বন্ধ। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে সিজার করাইছি।’
হাসান বলেন, ‘জেলা শহরে নিয়ে সিজার করানোর খরচ বেশি। যাওয়া আসা সমস্যা। মনিরামপুরে করাতে পারলে ভালো হতো।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘কেশবপুর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারহানা শবনম তিন দিন এখানে আসতেন। তিনি দুদিন সিজার করতেন। একদিন রোগী দেখতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে ভারতে গেছেন। এ কারণে আপাতত সিজার বন্ধ আছে।’
তিনি বলেন, ‘অন্য হাসপাতাল থেকে গাইনি চিকিৎসক আনার সুযোগ নেই। ঝিকরগাছা ও অভয়নগরে যারা আছেন তাঁরা তিন দিন করে শার্শা ও বাঘারপাড়া হাসপাতালে ডিউটি করেন।’
ওই চিকিৎসক কবে দেশে ফিরবেন জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, ‘ফারহানা শবনম কবে আসবেন তা সঠিক বলা যাচ্ছে না। তিনি এলে আবার মনিরামপুরে সিজার চালু হবে।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে