বেনাপোল (যশোর) প্রতিনিধি

বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠাবে ভারতীয় পুলিশ। এরই মধ্যে হস্তান্তরের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। এসব শিশুদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং তাঁদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
ফেরত আসবার তালিকায় থাকা ২০ নারী ও শিশুরা হলেন- লক্ষ্মীপুরের আদনান হোসেন, নোয়াখালীর বাপি ধর, নড়াইলের রাবেয়া খাতুন, রাফিজা খাতুন, হাসিব ফকির, সুমন মোল্লা, সবুজ মোল্লা, রুপা খাতুন, ইমদাদুল হোসেন, জুনায়েদ শেখ, আলাউদ্দিন শেখ, আবু জাফর সিকদার, নারায়ণগঞ্জের সুইটি, যশোরের নুর খাতুন, সুমি খাতুন, বরিশালের মেঘলা রায়, সাতক্ষীরার ছামিয়া খাতুন, খুলনার সুমাইয়া খাতুন, নওগাঁর সঞ্জিব ও কিশোরগঞ্জের কমলা সুন্দরী।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা তাঁদের ভারতে পাচার করে। তাদের ২ থেকে ৩ বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করা হয়। পরে ভালো কাজ না দিয়ে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হতো। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে।
পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত আনার বিষয়ে তৎপরতা শুরু করে। অবশেষে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরে আসছে। দেশে ফেরার পর তাদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মুজিবর রহমান বলেন, এরই মধ্যে নারী-শিশুদের ফেরত আসার বিষয়ে চিঠি পেয়েছি। নারী-শিশুদের বাংলাদেশে হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠাবে ভারতীয় পুলিশ। এরই মধ্যে হস্তান্তরের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। এসব শিশুদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং তাঁদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
ফেরত আসবার তালিকায় থাকা ২০ নারী ও শিশুরা হলেন- লক্ষ্মীপুরের আদনান হোসেন, নোয়াখালীর বাপি ধর, নড়াইলের রাবেয়া খাতুন, রাফিজা খাতুন, হাসিব ফকির, সুমন মোল্লা, সবুজ মোল্লা, রুপা খাতুন, ইমদাদুল হোসেন, জুনায়েদ শেখ, আলাউদ্দিন শেখ, আবু জাফর সিকদার, নারায়ণগঞ্জের সুইটি, যশোরের নুর খাতুন, সুমি খাতুন, বরিশালের মেঘলা রায়, সাতক্ষীরার ছামিয়া খাতুন, খুলনার সুমাইয়া খাতুন, নওগাঁর সঞ্জিব ও কিশোরগঞ্জের কমলা সুন্দরী।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা তাঁদের ভারতে পাচার করে। তাদের ২ থেকে ৩ বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করা হয়। পরে ভালো কাজ না দিয়ে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হতো। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে।
পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত আনার বিষয়ে তৎপরতা শুরু করে। অবশেষে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরে আসছে। দেশে ফেরার পর তাদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মুজিবর রহমান বলেন, এরই মধ্যে নারী-শিশুদের ফেরত আসার বিষয়ে চিঠি পেয়েছি। নারী-শিশুদের বাংলাদেশে হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
১৯ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২২ মিনিট আগে
মোবাইলে ইউবোর্ড অ্যাপস ইনস্টল করে খুব সহজে ডিজিটাল মাধ্যমে মাতৃভাষার বর্ণমালা দিয়ে লিখতে পারবেন বাংলাদেশের চাকমা, মারমা ও ম্রো জনগোষ্ঠীর লোকজন। একই অ্যাপস দিয়ে লিখতে পারবেন বাংলা এবং ইংরেজি ভাষায়ও।
২৭ মিনিট আগে