যশোর প্রতিনিধি

যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ছাত্রদলের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
কলেজ ছাত্রদলের অভিযোগ, আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজ মসজিদ গেটে বৃক্ষরোপণ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এতে কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কলেজে সংগঠনের কমিটি নেই বলে অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ।
হামলায় আহতরা হলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম (৩২), সদস্যসচিব কামরুল ইসলাম (২৮), যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু (২৬), টিটন তরফদার (২৬) ও সাদিকুর রহমান (২৪)।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি ছিল। বাদ জোহর কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরে অসহায়দের যখন খাবার বিতরণ কর্মসূচি চলছিল, তখন কলেজ ছাত্রলীগের নেতা অহিদুল ইসলাম রাব্বীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে কর্মসূচিতে হামলা করেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীদের ছাত্রলীগের নেতা-কর্মীরা বেধড়ক মারধর করেন। এ ঘটনায় পাঁচজন গুরুতর এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে ছাত্রলীগের নেতা রাব্বীকে একাধিকবার কল করা হয়। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম রাব্বী যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনের অনুসারী হিসেবেই পরিচিত।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস আজকের পত্রিকাকে বলেন, কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নাই। ছাত্রলীগের যারা কর্মী আছে তারা এ কাজ করতে পারে না। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিজেরা ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর অভিযোগ দিচ্ছে।
আর যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম বলেন, ‘আমরা একজন আহতের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ছাত্রদলের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
কলেজ ছাত্রদলের অভিযোগ, আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজ মসজিদ গেটে বৃক্ষরোপণ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এতে কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কলেজে সংগঠনের কমিটি নেই বলে অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ।
হামলায় আহতরা হলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম (৩২), সদস্যসচিব কামরুল ইসলাম (২৮), যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু (২৬), টিটন তরফদার (২৬) ও সাদিকুর রহমান (২৪)।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি ছিল। বাদ জোহর কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরে অসহায়দের যখন খাবার বিতরণ কর্মসূচি চলছিল, তখন কলেজ ছাত্রলীগের নেতা অহিদুল ইসলাম রাব্বীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে কর্মসূচিতে হামলা করেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীদের ছাত্রলীগের নেতা-কর্মীরা বেধড়ক মারধর করেন। এ ঘটনায় পাঁচজন গুরুতর এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে ছাত্রলীগের নেতা রাব্বীকে একাধিকবার কল করা হয়। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম রাব্বী যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনের অনুসারী হিসেবেই পরিচিত।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস আজকের পত্রিকাকে বলেন, কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নাই। ছাত্রলীগের যারা কর্মী আছে তারা এ কাজ করতে পারে না। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিজেরা ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর অভিযোগ দিচ্ছে।
আর যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম বলেন, ‘আমরা একজন আহতের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে