মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে