নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে চা-শ্রমিকদের এরিয়ার অর্থ-বোনাস, উৎসব ভাতা ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে রোকনপুর বাজারে এ মানববন্ধন করে ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
এ ছাড়া চা-শ্রমিকদের বাসস্থানের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। গত ২৫ জুন চা-শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানান চা-শ্রমিকেরা। মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা।
এ বিষয়ে চা-শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাগানে চা-শ্রমিকদের দাবি মানা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে ইউএনও, ডিসি অফিস ঘেরাও করে আমরা কর্মসূচি পালন করব। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন।’ তিনি দ্রুত মালিকপক্ষকে তাঁদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিকদের বেতনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এরিয়া অর্থ, বোনাস ও পিএফের টাকা দেওয়ার জন্য তাঁরা একটি চিঠি লিখেছেন। আমি বলেছি, ১৫ জুলাই থেকে পর্যায়ক্রমে টাকাগুলো পরিশোধ করা হবে। আশা করছি, তারা কাজে ফিরে যাবেন।’

হবিগঞ্জের নবীগঞ্জে চা-শ্রমিকদের এরিয়ার অর্থ-বোনাস, উৎসব ভাতা ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে রোকনপুর বাজারে এ মানববন্ধন করে ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
এ ছাড়া চা-শ্রমিকদের বাসস্থানের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। গত ২৫ জুন চা-শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানান চা-শ্রমিকেরা। মালিকপক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা।
এ বিষয়ে চা-শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাগানে চা-শ্রমিকদের দাবি মানা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে ইউএনও, ডিসি অফিস ঘেরাও করে আমরা কর্মসূচি পালন করব। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন।’ তিনি দ্রুত মালিকপক্ষকে তাঁদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চা-শ্রমিকদের বেতনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এরিয়া অর্থ, বোনাস ও পিএফের টাকা দেওয়ার জন্য তাঁরা একটি চিঠি লিখেছেন। আমি বলেছি, ১৫ জুলাই থেকে পর্যায়ক্রমে টাকাগুলো পরিশোধ করা হবে। আশা করছি, তারা কাজে ফিরে যাবেন।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে