চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

জন্ম থেকেই অন্ধ। সেই সঙ্গে আছে দারিদ্র্য। কিন্তু দমে যায়নি কিশোরী লিমা খাতুন। সে এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাহের শামছুন্নাহার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অগ্রণী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শ্রুতলেখকের সাহায্যে সে পরীক্ষা দিচ্ছে।
লিমা চণ্ডীছড়া চা-বাগানের দরিদ্র পরিবারের সন্তান। তার বাবার নাম মো. দেলোয়ার মিয়া। তার বড় বোনও এবার পরীক্ষা দিচ্ছে। সে বড় বোনের পড়া শুনে শুনে নিজের পড়া শিখেছে। তার ইচ্ছা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
গত রোববার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে লিমা জানায়, তার পরীক্ষা ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছে। কোনো সমস্যা হয়নি। তার পুরো পড়াশোনাটা করতে হয় শুনে শুনে। সে কাজে তার বড় বোন সহায়তা করেছে। আর পরীক্ষায় তার কথা শুনে আরেকজনকে লিখতে হয়। পুরো উল্টো। এতে স্বাভাবিকদের তুলনায় কিছুটা গতি হারায় সে। তবে পরীক্ষা ভালো হয়েছে।
লিমার শ্রুতলেখক নন্দিনী একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে বলে, ‘লিমা আপার প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষা ভালো হয়েছে। আমারও পরীক্ষার ভীতি কমেছে।’
পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব নুরুল ইসলাম জানান, যারা শ্রুতলেখক হয়ে পরীক্ষায় অংশ নেয়, তাদের পরীক্ষার্থীর চেয়ে নিচের ক্লাসের হতে হয়। এখানে তাই করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে ২০ মিনিট সময় বেশি দেওয়া হচ্ছে।
লিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব বলেন, ‘দৃষ্টিহীন লিমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আমি আর্থিক সহায়তা দিয়ে ফরম পূরণ করিয়েছি। তার আরও এক বোন পরীক্ষা দিচ্ছে।’

জন্ম থেকেই অন্ধ। সেই সঙ্গে আছে দারিদ্র্য। কিন্তু দমে যায়নি কিশোরী লিমা খাতুন। সে এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাহের শামছুন্নাহার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অগ্রণী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শ্রুতলেখকের সাহায্যে সে পরীক্ষা দিচ্ছে।
লিমা চণ্ডীছড়া চা-বাগানের দরিদ্র পরিবারের সন্তান। তার বাবার নাম মো. দেলোয়ার মিয়া। তার বড় বোনও এবার পরীক্ষা দিচ্ছে। সে বড় বোনের পড়া শুনে শুনে নিজের পড়া শিখেছে। তার ইচ্ছা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
গত রোববার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে লিমা জানায়, তার পরীক্ষা ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছে। কোনো সমস্যা হয়নি। তার পুরো পড়াশোনাটা করতে হয় শুনে শুনে। সে কাজে তার বড় বোন সহায়তা করেছে। আর পরীক্ষায় তার কথা শুনে আরেকজনকে লিখতে হয়। পুরো উল্টো। এতে স্বাভাবিকদের তুলনায় কিছুটা গতি হারায় সে। তবে পরীক্ষা ভালো হয়েছে।
লিমার শ্রুতলেখক নন্দিনী একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে বলে, ‘লিমা আপার প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষা ভালো হয়েছে। আমারও পরীক্ষার ভীতি কমেছে।’
পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব নুরুল ইসলাম জানান, যারা শ্রুতলেখক হয়ে পরীক্ষায় অংশ নেয়, তাদের পরীক্ষার্থীর চেয়ে নিচের ক্লাসের হতে হয়। এখানে তাই করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে ২০ মিনিট সময় বেশি দেওয়া হচ্ছে।
লিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব বলেন, ‘দৃষ্টিহীন লিমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আমি আর্থিক সহায়তা দিয়ে ফরম পূরণ করিয়েছি। তার আরও এক বোন পরীক্ষা দিচ্ছে।’

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৭ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে